রাসেলের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই নারিন!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিবীয় অলরাউন্ডা আন্দ্রে রাসেলকে কদিন আগেই ক্রিকেটের মাইকেল জর্ডান বলে আখ্যা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। এবার দলটির প্রধান নির্বাহী ভিকি মাইসোর জানিয়েছেন, আরেক অলরাউন্ডার সুনীল নারিন খুব বেশি পিছিয়ে নেই রাসেলের থেকে।
২০১২ সাল থেকেই কলকাতার দলটির অন্যতম ভরসা হয়ে উঠেছেন সুনীল নারিন। ব্যাটে-বলে পারফম্যান্স করে দলটিকে দুটি আইপিএল শিরোপা এনে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এই কারণেই মাইসোর মনে করেন নারিন অলরাউন্ড সামর্থ্যে খুব বেশি পিছিয়ে নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাইসোর বলেন, 'আপনি যদি সুনীল নারিনের পরিসংখ্যানের দিকে তাকান বেশিরভাগ মানুষই অবাক হবে। কিভাবে এটা সম্ভব... অলরাউন্ড সামর্থ্যে সে খুব বেশি পিছিয়ে নেই এবং যেভাবে তিনি কেকেআরের জন্য অবদান রেখেছে, ব্যাট হাতে যা করেছে... আমরা জানি সে বল হাতে কেমন। তাই তারা দুজনই দুর্দান্ত।'
নারিনকে খুব বেশি পিছিয়ে না রাখলেও রাসেলকে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছেন কলকাতা নাইট রাইডার্সের এই প্রধান নির্বাহী। রাসেলের প্রশংসা করে তিনি, ম্যাককালামের উদ্ধৃতি ধার করেছেন।
তিনি বলেন, 'অনেকেই আন্দ্রে রাসেলকে সেরা অলরাউন্ডার মনে করেন, আসলেই তিনি সেরা। আমাদের কোচের (ব্র্যান্ডন ম্যাককালাম) কাছ থেকে একটি লাইন নিচ্ছি। তিনি বলেছিলেন, আন্দ্রে রাসেল টি-টোয়েন্টি ক্রিকেটের মাইকেল জর্ডান।'