promotional_ad

বিসিসিআই ধোনিকে মূল্যায়ন করতে পারেনি: সাকলাইন

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত ১৫ আগস্ট নীরবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর এমন জাঁকজমকহীন বিদায়ে সন্তুষ্ট নন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক।


নিজের ইউটিউব চ্যানেলে সাকলাইন বলেন, 'আমি মনে করি ধোনিকে যারা ভালোবাসে, তাদের একটাই অভিযোগ থাকবে। সে যদি ভারতের জার্সি, ক্যাপ পরে গ্লাভস এবং ব্যাট হাতে মাঠে নেমে বিদায় নিতে পারত- সেটাই দারুণ ব্যাপার হতো।'


ধোনির এমন বিদায়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) দুষছেন সাকলাইন। তাঁর মতে, কিংবদন্তি ধোনিকে সঠিকভাবে মূল্যায়নই করতে পারেনি বিসিসিআই।



promotional_ad

সাকলাইন আরও বলেন, 'আমি আমার শো তে নেতিবাচক কোনও কথা বলি না। তবুও আমার মন বলছে এই কথা বলতে, বিসিসিআইয়ের এটা অনেক বড় ক্ষতি যে ধোনির মতো বড় মাপের ক্রিকেটারকে ওরা ঠিকভাবে বিদায় দিতে পারেনি।


সে এভাবে বিদায় নিতে পারে না। আমি নিশ্চিত ধোনির কোটি কোটি ভক্ত এটায় একমত পোষণ করবে যে, বিসিসিআই ধোনিকে সঠিকভাবে মূল্যায়ন করেনি। এমন মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি। এতো বড় মাপের ক্রিকেটার এভাবে অবসরে গিয়েছে দেখে।'


গত ইংল্যান্ড বিশ্বকাপে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ধোনি। এরপর অনেকবার তাঁর অবসরের গুঞ্জন উঠলেও এমন কিছুই হয়নি। কিন্তু গত ১৫ আগস্ট আচমকা অবসরে যান ধোনি।


ভারতকে আইসিসির সবগুলো ট্রফি জেতানো ধোনি টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছিলেন অনেকটা একইভাবে। ২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে বক্সিং ডে টেস্ট শেষে সংবাদ সম্মেলনেও অবসরের ইঙ্গিত দেননি তিনি।



অথচ সংবাদ সম্মেলন শেষ হওয়ার মাত্র ৪৫ মিনিট পরই ভারতের ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে টেস্ট থেকে ধোনির অবসরের বিষয়টি জানানো হয়!
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball