সাকিব-মুশফিককে টপকানো হলো না ক্রলি-বাটলারের

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটন টেস্টের প্রথম ইনিংসে ১০৫.২ ওভার ব্যাটিং করে ৩৫৯ রানের জুটি গড়েছেন দুই ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রলি এবং জস বাটলার। পঞ্চম উইকেটে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি।
যদিও আর মাত্র এক রান করতে পারলেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পঞ্চম উইকেটে গড়া ঐতিহাসিক ৩৫৯ রানের জুটিটি ভাঙতে পারতেন এই দুজন।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ২০১৭ সালের জানুয়ারিতে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েন সাকিব ও মুশফিক। ক্রলি ও বাটলার একই পরিমাণ রান করলেও সাকিব-মুশফিকের জুটি তালিকায় থাকছে তাদের উপরে!
কেননা বিদেশের মাটিতে এমন জুটি গরেছিলেন সাকিব ও মুশফিক। টেস্টে পঞ্চম উইকেটে রেকর্ড জুটির তালিকায় তাই চার নম্বরে সাকিব-মুশফিক ও পাঁচ নম্বরে থাকছে ক্রলি-বাটলারের নাম।
এই তালিকায় প্রথমে নাম আছে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান সিড বার্নস ও স্যার ডন ব্র্যাডম্যানের। ১৯৪৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে দুজন তুলেছিলেন ৪০৫ রান।
এছাড়া ১৯৯৭ সালে গ্রেগ ব্লিওয়েট ও স্টিভ ওয়াহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৫ রানের জুটি ও ২০০১ সালে ভারতের রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম উইকেটে ৩৭৬ রানের জুটি গড়েছিলেন।
ক্রলির ২৬৭ ও বাটলারের ১৫২ রানের সুবাদে সাউদাম্পটন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে আট উইকেটে ৫৮৩ রান করেছে ইংল্যান্ড। জবাবে পাকিস্তান ২৪ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে।