promotional_ad

ধোনির থেকে বাংলাদেশকে দীক্ষা নিতে বললেন বাশার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে বাংলাদেশের ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন হাবিবুল বাশার। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের মতে চা??? সামলে কিভাবে ভালো খেলতে হয় এই দীক্ষা ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছ থেকে নেয়া উচিত এদেশের বর্তমান খেলোয়াড়দের। 


ঠান্ডা মাথার অধিকারী হিসেবে ক্রিকেট বিশ্বে বেশ সুনাম রয়েছে মহেন্দ্র সিং ধোনির। কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা থাকায় ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ডাকা হয় 'ক্যাপ্টেন কুল' নামে। আর সেকারণে তাঁর এই মানসিকতা বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে দেখতে চান বাশার।



promotional_ad

কলকাতার জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজারকে বাশার বলেন, 'প্রচুর প্রত্যাশার চাপ থাকে আমাদের দেশে। আর এখানে ক্রিকেট ফ্যানও অনেক। কী ভাবে চাপ সঙ্গে করে নিয়ে সেরা খেলাটা মেলে ধরতে হয়, এটা ধোনির থেকে শেখার রয়েছে। ও তো এই কাজটাই দিনের পর দিন করে এসেছে। শুরুর দিকে ধোনির ক্যারিয়ারও চাপে ছিল। ওর শুরুটা কিন্তু দারুণ কিছু ছিল না। সে সময় কাটিয়ে উঠে যেভাবে নিজের সেরাটা তুলে ধরেছে, সেটা রীতিমতো প্রশংসার। সেটাও শিক্ষণীয়।'


আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামলে খেলতে পারা একজন ক্রিকেটারের জন্য যে কতটা কঠিন সেটি নিজেই উপলব্ধি করেছেন বাশার। জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন অনেক ম্যাচেই প্রত্যাশার চাপ মাথায় নিয়ে খেলতে হয়েছে তাঁকে। তবে এই কঠিন কাজটিই অবসরের আগে দারুণভাবে করে গেছেন এমএস ধোনি।


বাশার তাই বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেট সব সময় চাপের খেলা। উত্থান পতন থাকে এবং চলতেই থাকে। এটাকে মেনে নিয়ে এই চাপ কী ভাবে সামলাতে হয়, সেটা ধোনির থেকে নেওয়া যেতে পারে। আমাদের দলে যেমন সাফল্য-ব্যর্থতা লেগেই থাকে। উত্থান পতন অনেক বেশি। পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব রয়েছে। কিন্তু, সফল হওয়ার জন্য মারাত্মক চাপ থাকে আমাদের দলের উপর।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball