promotional_ad

ভারতের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন রোহিত

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের ক্রীড়ার সর্বোচ্চ সম্মাননা ‘রাজীব গান্ধী খেল রত্ন’ পুরস্কারে ভূষিত হয়েছেন রোহিত শর্মা। চতুর্থ ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।


ভারতের ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি বেশ কয়েকদিন আগেই রোহিতের নাম সুপারিশ করেছিল। গত শুক্রবার আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়েছে। 



promotional_ad

সাধারণত রাষ্ট্রপতি ভবনে ‘খেল রত্ন’ পুরস্কারের আয়োজন করা হয়ে থাকে। পূর্বে সেখান থেকেই এই পুরস্কার নিয়েছেন শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।


যদিও রাষ্ট্রপতি ভবন থেকে পুরস্কার গ্রহণ করা হচ্ছে না রোহিতের। করোনা পরিস্থিতির কারণে এইবারের এই আয়োজন শনিবার ভার্চুয়ালি করা হবে।


স্বীকৃতির কারণে রোহিতকে ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।



টুইটারে বিসিসিআই লিখেছে, 'ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ স্বীকৃতি রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার ২০২০ পাওয়ার জন্য রোহিত শর্মাকে অভিনন্দন। এই পুরস্কার পাওয়া মাত্র চতুর্থ ক্রিকেটার তিনি। তোমাকে নিয়ে আমরা গর্বিত, হিটম্যান!'


ব্যাট হাতে ২০১৯ সাল অবিশ্বাস্য কেটেছে ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিতের। বিশ্বকাপে রেকর্ড ৫টি সেঞ্চুরিসহ ওয়ানডে ক্রিকেটে সেই বছর ৫৭.৩০ গড়ে এক হাজার ৪৯০ রান করেছেন তিনি। এছাড়া পাঁচ টেস্টে ওপেন করতে নেমে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন রোহিত।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball