promotional_ad

অবসর নিয়ে সারারাত জার্সি পরে কেঁদেছিল ধোনি: অশ্বিন

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না দু'জনই গত শনিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অবসরের ঘোষণা দেয়ার পর দুজনই একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছেন। এর আগেও টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর সারারাত জার্সি পড়ে কেঁদেছিলেন ধোনি।


সম্প্রতি এই কথাটি ইউটিউব ভিডিওতে জানিয়েছেন ধোনির প্রিয় সতীর্থ রবিচন্দন অশ্বিন। ২০১৪ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় আচমকা টেস্ট ক্রিকেট থেকে সরে যান ধোনি। তখনও কাউকে কোনও ইঙ্গিত না দিয়ে নীরবেই বিদায় নেন তিনি।



promotional_ad

ভারতের স্পিনার অশ্বিন বলেন, ‘আমার মনে আছে, ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে যখন সে অবসর নিয়েছিল, মেলবোর্নে আমি তখন ম্যাচ বাঁচাতে ওর সঙ্গে ব্যাটিং করছিলাম। যখন আমরা হেরে গেলাম, সে একটা স্টাম্প তুলে নিয়ে চলে যাচ্ছিলো।


মাঠ ছাড়ার সময় বলল, আমি শেষ করলাম। এটা আসলে ওর জন্য খুব আবেগঘন মুহূর্ত ছিল। ইশান্ত শর্মা, সুরেশ রায়না ও আমি ওর ঘরে সন্ধ্যায় বসেছিলাম। ও সারারাত ধরে টেস্ট ম্যাচের জার্সি পরা ছিল এবং চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল।'


গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধোনি নিজের ইন্সটাগ্রামে পোস্ট শেয়ার করে অবসরের ঘোষণা দেন। সন্ধ্যায় ইন্সটাগ্রামে ৪ মিনিটের একটি ভিডিও আপলোড করেন ধোনি। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের স্মরণীয় কিছু মুহূর্তের কয়েকটি ছবিকে সম্মিলিত করে ওই ভিডিওটি বানানো হয়।



ভিডিওটির শিরোনামে ধোনি লেখেন, 'আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করতে পারেন।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball