শেষ টেস্টে ফাওয়াদকে চান না ভন

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার তৃতীয় টেস্টে ফাওয়াদ আলমের পরিবর্তে শাদাব খানকে দলে চান সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
গত ১৩ আগস্ট সাউদাম্পটনে ১০ বছর ২৫৯ দিন পর টেস্টের সাদা পোশাকে মাঠে নেমেছিলেন ফাওয়াদ আলম। কিন্তু পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটসম্যানের 'ঐতিহাসিক' প্রত্যাবর্তন মোটেই সুখকর হয়নি।

ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটন টেস্টের প্রথম ইনিংসে খেলতে নেমে শুন্য রানে আউট হন ফাওয়াদ। তবে ফাওয়াদের শুন্য রানের কারণে নয়, ভন পাকিস্তানের স্কোয়াডে রদবদল চান কন্ডিশনের কারণে।
ক্রিকবাজে এক আলোচনা অনুষ্ঠানে সময়ের অন্যতম সেরা ধারাভাষ্যকার ভন বলেন, 'ফাওয়াদ আলমের বদলে এরপরের টেস্ট আমি শাদাব খানকে আনতে চাইব। শেষ ম্যাচে উইকেটে স্পিন ধরেছে। তাহলে পাকিস্তান উইকেটকে কাজে লাগাতে পারবে।
যেহেতু এটা শেষ ম্যাচ। প্রস্তুতিতে বেশি সময় পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার এমন কাউকে সুযোগ দেয়া উচিত, যে স্পিনে দলকে ভরসা যোগাবে এবং ইংলিশ কন্ডিশনে ব্যাটিংও করতে জানবে।'
আগামি ২১ আগস্ট একই ভেন্যুতে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।