দ্য হান্ড্রেডে নিজ দলে ধোনিকে চান ওয়ার্ন

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডে নিজ দল লন্ডন স্পিরিটে মহেন্দ্র সিং ধোনিকে চান অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ধোনি যখন অবসরের সিদ্ধান্ত জানান তখন ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের ধারাবিবরণী দিতে স্কাই স্পোর্টসের কমেন্ট্রি বক্সে ছিলেন ওয়ার্ন।
সেখানে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের সঙ্গে কথোপকথনে এ কথা জানান ওয়ার্ন।

আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অবদান নিয়ে আলোচনা করার এক পর্যায়ে ওয়ার্ন বলেন, 'দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের জন্য তাকে পাব কিনা ভাবছি। ওকে এম এস, তুমি কি আইপিএলের বাইরে কোথাও খেলতে চাও? লর্ডসে লন্ডন স্পিরিটের হয়ে পরের বছর খেলতে চাও?'
ওয়ার্নের এমন কথার জবাবে আকরাম বলেন, 'ওয়ার্নি, আমি যদি ধোনি হতাম তাহলে বলতাম আমাকে দলে নেয়ার জন্য কত বাজেট রেখেছ তুমি!'
এরপর আকরামকে দুশ্চিন্তামুক্ত করতে গিয়ে ওয়ার্ন আবারও বলেন, 'আমি অবশ্যই বাজেট খুঁজে বের করব, এমএস!'
একশ বলের আসর দ্য হান্ড্রেড চলতি বছরের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও করোনার প্রকোপে তা পিছিয়ে ২০২১ সালে নিয়ে গিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এই আসরে লন্ডন স্পিরিট- দলের কোচিং করাবেন ওয়ার্ন।
এদিকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, ভারতের বর্তমান বা সাবেক কোনও ক্রিকেটার দেশের বাইরে কোনও লিগে খেলতে পারবেন না। যদিও হাতে গোনা কয়েকটি ক্ষেত্রে ক্রিকেটারদের বাইরের লিগে খেলার অনুমতি দেয়ার নজির আছে বিসিসিআইয়ের।