promotional_ad

ভিলিয়ার্সের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||   


বেশ কিছুদিন ধরেই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সরব বিশ্ব ক্রিকেট। এবার অভিযোগের তীর দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে। ২০১৫ সালে সতীর্থ খায়া জান্ডোকে দলে নেয়া হলে দেশে ফেরার হুমকি দিয়েছিলেন ভিলিয়ার্স।


তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সাবেক সভাপতি নরম্যান আরেন্দ। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাইয়ে সিরিজের ৫ম ওয়ানডের আগে একাদশে নাম ছিল ডানহাতি ব্যাটসম্যান জোন্ডোর।



promotional_ad

অধিনায়ক ডি ভিলিয়ার্সের অনিচ্ছাতেই সেদিন অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটারকে খেলানো হয়নি। তার জায়গায় সুযোগ দেয়া হয়েছিল ডিন এলগারকে। মূলত জেপি ডুমিনি ইনজুরিতে পড়ায় দক্ষিণ আফ্রিকা একাদশে একটি জায়গা খালি ছিল।


জোন্ডোর সাথে এমন আচরণের পর বেশ কয়েকজন ক্রিকেটার একত্রিত হয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে চিঠি দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল শুধু পানি বহনের জন্য জোন্ডোকে দলে নেয়া হয়েছিল, খেলার জন্য নয়।


এরপর ২০১৮ সালে জন্ডোর অভিষেক হলেও মাত্র ৫ ওয়ানডেতেই থেমে যায় তার ক্যারিয়ার। ৩৫.৫০ গড়ে তার ব্যাট থেকে আসে ১৪২ রান। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball