শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন তামিম?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আর কয়েকদিন পরেই শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই সিরিজে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল খেলবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তাঁর মাঠে নামার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে চিকিৎসকের উপরে।
কিছুদিন আগে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম ইকবাল। পেটের ব্যাথার কারণে সেখানে পৌঁছে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করান তিনি। তবে এখনও কয়েকটি পরীক্ষার রিপোর্ট হাতে পাননি তিনি।

রিপোর্ট পাওয়ার পর নিজের শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও অপেক্ষায় আছেন সেই রিপোর্টের।
ইংরেজি দৈনিক নিউ এজকে দেবাশীষ বলেছেন, 'সে (তামিম) আগামী দুই এক দিনের মধ্যে ডাক্তারের সঙ্গে কথা বলবে। যদিও সব পরীক্ষা নিরীক্ষা শেষ, তবে এখনও রিপোর্ট আসেনি। এখন পর্যন্ত সে ভালোই আছে। যদি ডাক্তার কিছু খুঁজে পায় এবং কোনো কিছু মেনে তাঁকে মেনে চলতে বলে তাহলে সেটা আলাদা বিষয়। তবে এখন পর্যন্ত সে ঠিক আছে।'
লন্ডন থেকে দেশে ফিরে কিছুদিন আইসোলেশনে ছিলেন তামিম। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ আগস্ট থেকে একক অনুশীলন শুরু করবেন তিনি। এই প্রসঙ্গে তামিম নিজেই জানিয়েছেন, 'আমার কোয়ারেন্টাইন ১৫ আগস্ট শেষ হবে। আশা করছি ১৬ আগস্ট থেকে প্রশিক্ষণে যোগ দিতে পারবো।'