promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিওয়ারি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৭ সালে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেবার টেস্টের সাদা পোশাকে ভারতের হয়ে অভিষেকের দ্বারপ্রান্তে ছিলেন ডানহাতি ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। কিন্তু ফিল্ডিং অনুশীলনের সময়ে কাঁধে গুরুতর চোট পাওয়ায় অভিষেকের স্বপ্ন পূরণ হয়নি তাঁর।


তীরে এসে তরী ডোবার সেই হতাশা সহজে মেনে নিতে পারেননি তিওয়ারি। নিজের হোটেল রুমে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি।  খেলাধুলা সংক্রান্ত ওয়েবসাইট স্পোর্টসকিডাকে দেয়া এক সাক্ষাৎকার এমনটাই জানিয়েছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার। 



promotional_ad

১৩ বছর আগেকার সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে মনোজ তিওয়ারি বলেন, 'আমি দারুণ ফর্মে এবং ছন্দে ছিলাম, কিন্তু আমাকে বাদ পড়তে হয়েছে অ্যান্টেরিয়র ল্যাবরাম টিয়ার (কাঁধের চোট) ইনজুরির কারণে। সেদিন আমি হোটেল রুমে ফিরে কান্নায় ভেঙে পড়ি।' 


আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই অবশ্য থিতু হতে পারেননি তিওয়ারি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে ওয়ানডে অভিষেক হয় তাঁর। এরপর থেকে জাতীয় দলের হয়ে আর মাত্র ১১টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে এই ক্রিকেটারের। 


ওয়ানডেতে ২৬.০৯ গড়ে ২৮৭ রান সংগ্রহ করেছেন তিওয়ারি। যেখানে রয়েছেন একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি। এছাড়া ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।



জাতীয় দলে নিয়মিত হতে না পারলেও ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মনোজ। ১২৫টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০.৩৬ গড়ে ৮ হাজার ৯৬৫ রান রয়েছে তাঁর। ২৭টি সেঞ্চুরি এবং ৩৭টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball