অপ্রত্যাশিত হারের জ্বালা পোড়াচ্ছে আজহারকে

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
আবারও জেতা ম্যাচ হেরেছে পাকিস্তান। ম্যানচেস্টারে পাকিস্তানের জয় রীতিমতো ছিনিয়ে নিয়ে গেছেন ক্রিস ওকস ও জস বাটলার। ম্যাচ শেষে যারপরনাই হতাশ পাক অধিনায়ক আজহার আলী।
ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। এই লক্ষ্য অতিক্রম করতে হলে দারুণ ছন্দে থাকা শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহের তোপ ও ইয়াসির শাহর ঘূর্ণি সামলেই এগিয়ে যেতে হবে ইংল্যান্ডকে।

এমন অবস্থায় ১১৭ রান তুলতেই পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা। তারপরও ইংল্যান্ডকে হারাতে পারেনি পাকিস্তান! ওকস-বাটলার মিলে গড়েছেন ১৩৯ রানের জুটি।
উইকেটরক্ষক ব্যাটসম্যান বাটলার ৭৫ রান করে ফিরলেও ওকস দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। খেলেছেন ৮৪ রানের অবিস্মরণীয় এক ইনিংস।
ম্যাচের প্রথম ইনিংস থেকে দাপট দেখানো পাকিস্তানের কাছে এই হার অপ্রত্যাশিতই ছিল।
ম্যাচ শেষে আজহার আলী বলেন, 'দ্বিতীয় ইনিংসে ম্যাচ হেরেছি- এমনটা বলব না। তবে ইংল্যান্ডকে সেখানে হারাতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা সুযোগ হাতছাড়া করেছি। এত বড় লক্ষ্য ওল্ড ট্রাফোডে একবারই অতিক্রম হয়েছিল।
আমরা এগিয়ে ছিলাম। যতবারই উইকেট পড়ছিল আমাদের মনে হচ্ছিল আরেকটি উইকেট নিলেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারব।'