এশিয়া কাপে উপহার পাওয়া স্কুটি ফেলে রেখেছেন জাহানারা!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারানোর পর একটি স্কুটি উপহার পেয়েছিলেন জাহানারা আলম। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ডানহাতি এই পেসার সেই স্কুটিটি একদিনও নাকি ব্যবহার করেননি! সম্প্রতি কলকাতার শীর্ষ বাংলা দৈনিক আনন্দবাজারকে এমনটাই জানিয়েছেন তিনি।
ঢাকার রাস্তায় চলাফেরার সুবিধার জন্যই মূলত স্কুটিটি উপহার হিসেবে দেয়া হয়েছিল জাহানারাকে। তবে ইনজুরির ভয়ে ??েই স্কুটি এখন পর্যন্ত চালানো হয়নি ২৭ বছর বয়সী এই নারী ক্রিকেটারের। নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বেশি সচেতন থাকার কারণেই চোটের ভয় পেয়ে বসেছে তাঁকে।

জাহানারা বলেন, 'আমি এক দিনও স্কুটিটি চালাইনি। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে সেই উত্তেজক ম্যাচে বাংলাদেশকে জেতানোর পরে স্কুটিটা উপহার হিসেবে পেয়েছিলাম। আমি ঢাকায় থাকি। ঢাকায় চলাফেরার সুবিধার জন্য স্কুটি হলে ভাল হয়। সেই কারণেই আমাকে উপহার হিসেবে স্কুটিটা দেওয়া হয়েছিল। এশিয়া কাপের পরেই ওয়ার্ল্ড কাপ ছিল। আমি নিজের ক্রিকেট নিয়ে একটু বেশি মাত্রাতেই সচেতন। আমি চাইনি স্কুটি চালাতে গিয়ে চোটের কবলে পড়ি। সেই কারণেই আর ঝুঁকি নিইনি।'
জাহানারা আরো বলেন, 'ভেবেছিলাম বিশ্বকাপের পরে স্কুটি চালানো শিখে নেব। মোটরসাইকেল রাইড আমার খুবই পছন্দের। এক বার স্কুটি চালানো প্র্যাকটিস করতে গিয়ে পড়েই গেলাম। আঙুলে চোট লেগেছিল। সেই ঘটনার পরে আমি আর স্কুটি চালানো শিখিনি। স্কুটিটা বাড়িতেই রয়েছে।'
এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য যখন শেষ বলে ২ রান প্রয়োজন সেসময় মাথা ঠান্ডা রেখে দলকে অবিস্মরণীয় জয় এনে দেন জাহানারা আলম।