রাসেল-নারিনদের শুরু থেকেই পাচ্ছে নাইট রাইডার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসর নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। সিপিএলের আসরের পর্দা নামবে আগামী ১০ সেপ্টেম্বর। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে ক্যারিবীয় ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা ছিল।
যদিও ভারতের শীর্ষস্থানীয় দৈনিক আনন্দবাজারকে কলকাতা নাইট রাইডার্সের একটি সূত্র জানিয়েছে, আইপিএলের শুরু থেকেই খেলবেন দুই তারকা ক্রিকেটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।

আইপিএল খেলতে ১৩ সেপ্টেম্বর আরব আমিরাতে পৌঁছে যাচ্ছেন রাসেল-নারিনরা। নাইট রাইডার্সের বিদেশি ক্রিকেটাররা সবাই আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ইংল্যান্ডের টম ব্যান্টন আরব আমিরাতের বিমান ধরবেন আগামী ২৫ আগস্টের মধ্যে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেবেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
আইপিএলের জন্য ইতোমধ্যে তারা ২৪ জনের স্কোয়াড তৈরি করে ফেলেছে। তাদের নিয়েই আবুধাবির জৈব সুরক্ষিত পরিবেশে যাবে দলটি। অবশ্য দেশ ছাড়ার আগে ভারতের খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে।
বিদেশি ক্রিকেটারেরাও নিজেদের দেশ থেকেই পরীক্ষার রিপোর্ট নিয়ে আসতে পারবেন। আরব আমিরাতে পৌঁছে আরও দুইবার করোনা পরীক্ষা দিতে হবে ক্রিকেটারদের। এ ছাড়া টুর্নামেন্ট শুরু হলে পাঁচদিন পর পর করোনা পরীক্ষা করা হবে তাদের।