শীর্ষস্থান ইংল্যান্ডের অনেক দূরের পথ: ভন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ড। যদিও টেস্ট র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৪ নম্বরে। ইংল্যান্ডের বর্তমান লক্ষ্য টেস্ট র্যাঙ্কিংয়েও শীর্ষে যাওয়া।

যদিও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন শীর্ষ যাওয়া ইংল্যান্ডের জন্য অনেক দূরের পথ। সাদা পোষাকে ইংল্যান্ডের পারফরম্যান্স খুব বেশি মনে ধরছে না ভনের।
বিবিসির একটি অনুষ্ঠানে এই সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে পার পাওয়া যায়, কিন্তু পাকিস্তান এক ধাপ উপরের দল। অস্ট্রেলিয়া বা ভারত ইংল্যান্ডকে উড়িয়ে দেবে।'
২০১৪ সাল থেকে দেশের মাটিতে কোনো টেস্ট সিরিজ হারেনি ইংল্যান্ড। দেশের বাইরে অবশ্য সাদা পোষাকে মলিন পারফরম্যান্স ইংল্যান্ডের। তারা কেবল শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকায় গিয়েই সিরিজ জিততে পেরেছে।
ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে ভন বলেন, 'আমি বলতে শুনেছি, ইংল্যান্ড এক নম্বর টেস্ট দল হতে চায়, কিন্তু তা থেকে তারা অনেক দূরে। কৌশলগতভাবে তারা প্রায়ই এটাকে ভুল হিসেবে নেয়, দলের কিছু দিক নিয়েও প্রশ্ন আছে।'