টেন্ডুলকার নয়, রমিজের কাছে স্বকীয়তায় শীর্ষে দ্রাবিড়

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রেষ্ঠত্বের দিক থেকে রাহুল দ্রাবিড়ের চেয়ে শচীন টেন্ডুলকার সবসময়েই কিছুটা এগিয়ে থাকবেন। ক্রিকেট বিশ্বে রেকর্ডের বরপুত্র হিসেবে ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যানকেই এক নম্বরে রাখেন সকলে। তবে কখনো কখনো দ্রাবিড়ের স্বকীয়তার কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন সেই টেন্ডুলকারই।
ঈশ্বর প্রদত্ত প্রতিভার অধিকারী না হয়েও খেলোয়াড়ি জীবনে নিজেকে দারুণভাবে মেলে ধরতে পেরেছেন দ্রাবিড়। 'দ্য ওয়াল' খ্যাত এই ব্যাটসম্যানকে তাই টেন্ডুলকারের চেয়ে কিছু ক্ষেত্রে এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক ডানহাতি ব্যাটসম্যান রমিজ রাজা।

একটা ভারতীয় ক্রিকেট দলে একচ্ছত্র আধিপত্য দেখাতেন টেন্ডুলকার। তাঁর ব্যাটিং পারদর্শীতার কাছে হার মানতে হয় বিশ্বের অনেক বাঘা বোলারদেরও। কিন্তু তাঁর সঙ্গে একই দলে খেলে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন দ্রাবিড়। এখানেই মূলত তাঁর সাফল্য দেখছেন রমিজ।
জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেছেন, 'রাহুল দ্রাবিড় হয়তো শচীন টেন্ডুলকারের মতো ঈশ্বর-প্রদত্ত প্রতিভার অধিকারী ছিল না। কিন্তু টেন্ডুলকারের মতো একজন ক্রিকেটারের সঙ্গে একই দলে থেকে নিজের স্বকীয়তার প্রকাশ সহজ বিষয় নয়। ব্যাপারটা এমন যে আপনি নিজের শতভাগেরও ওপরেও যদি কিছু থাকে, সেটা দলকে দিচ্ছেন কিন্তু ওই প্রচেষ্টাটিও দলের সেরা ক্রিকেটারের সঙ্গে তুলনায় যথেষ্ট নয়। এটা যেকোনো ক্রিকেটারকেই মানসিকভাবে বিধ্বস্ত করে দিতে পারে।'
কঠিন উইকেটে ঢাল হয়ে দাঁড়িয়ে যাওয়ার মানসিকতার কল্যাণে রাহুল দ্রাবিড়ের রুপক নাম দেয়া হয় 'দ্যা ওয়াল।' দ্রাবিড়কে স্যালুট জানাতে তাই কার্পণ্য করলেন না রমিজ রাজা। তিনি বলেন, 'কঠিন উইকেটে সে ছিল অনবদ্য। তাঁর টেকনিক, মৌলিক ব্যাপারগুলো ছিল পুরোপুরি ব্যাকরণ অনুসারী। দ্রাবিড়কে কৃতিত্বটা দিতেই হবে। তিন নম্বর পজিশনে ব্যাটিং করার ব্যাপারে তাঁর মানসিকতা, চিন্তা-ভাবনা ছিল দারুণ।'
ভারতের হয়ে ১৬৪টি টেস্ট এবং ৩৪৪টি ওয়ানডে খেলেছেন রাহুল দ্রাবিড়। ৪৭ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান টেস্টে ৫২.৩১ গড়ে ১৩ হাজার ২৮৮ রান করেছেন। যেখানে ৩৬টি সেঞ্চুরি এবং ৬৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। এছাড়া ৩৯.১৬ গড়ে ওয়ানডেতে দ্রাবিড়ের সংগ্রহ ১০ হাজার ৮৮৯ রান। এই ফরম্যাটে ১২টি সেঞ্চুরি এবং ৮৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।