promotional_ad

বিসিসিআই কি মোদিকেও পদত্যাগ করতে বলবে, প্রশ্ন অরুন লালের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাকালে সম্প্রতি নতুন এক আইন প্রণয়ন করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নতুন সেই আইন অনুযায়ী যাদের বয়স ষাটের বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁরা রাজ্য পর্যায়ে কোচের দায়িত্ব পালন করতে পারবেন না।


এরই মধ্যে অবশ্য বিসিসিআইয়ের প্রণীত এই আইনের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বাংলা দলের কোচ অরুন লাল। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে রীতিমত ধুয়ে দিয়েছেন তিনি। এভাবে চলতে থাকলে একটা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও পদত্যাগ করার দাবি জানাতে পারে বিসিসিআই বলে কটাক্ষ করেছেন অরুন লাল।  



promotional_ad

ভারতের হয়ে ১৬টি টেস্ট এবং ১৩টি ওয়ানডে খেলা অরুন লাল পিটিআইকে বলেন,  'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স ৬৯। বিসিসিআই কি তাঁকেও পদত্যাগ করতে বলেছে নাকি! কোচিং করাতে পারাটা বড় কথা নয়। আমি আমার জীবন নিজের মতো উপভোগ করতে চাই। বয়স ৬৫ বলে বাকি জীবন নিজেকে একটি ঘরে আবদ্ধ রাখতে পারব না।'


মূলত করোনাভাইরাসের হাত থেকে বয়স্ক ব্যক্তিদের সুরক্ষিত রাখতে এই আইনের উদ্ভব ঘটায় বিসিসিআই। কিন্তু অরুন লাল এই বিষয়টিকে নেতিবাচক হিসেবেই দেখছেন। নিজেকে এখনও অনেক ফিট বলে দাবি করেছেন ৬৫ বছর বয়সী সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।


অরুন লালের ভাষ্যমতে, 'সবার মতো আমিও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরা- সব মেনে চলছি। তবে ৬০ বছর বয়স বলেই আমি নিজেকে কোয়ারেন্টিনে রাখব; সেটা হবে না। ভাইরাস জানে না কার ৫৯ আর কার বয়স ৬০। তা ছাড়া আমি এখনো অনেক ফিট।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball