ছক্কার রেকর্ডে ধোনিকে ছাড়িয়ে গেলেন মরগান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। মঙ্গলবার (৪ আগস্ট) আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৪ বলে ১০৬ রানের ইনিংস খেলার পথে মরগান এই রেকর্ড ভেঙেছেন।
এদিন মাত্র ৭৮ বলে তিন অঙ্কে পৌঁছান মরগান। যদিও ম্যাচটি জিততে পারেননি তিনি। আয়ারল্যান্ড ওপেনার পল স্টার্লিংয়ের ১৪২ আর অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নির ১১৩ রানে ইংল্যান্ডের মাটিতে কোনো বিদেশি দল হিসেবে সর্বোচ্চ রান (৩২৯) রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে আইরিশরা।

৩৩২ ম্যাচে অধিনায়ক হিসেবে ধোনির ছক্কার সংখ্যা ২১১। যেকোনো অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল। সাউদাম্পটনে সেই রেকর্ডই নিজের করে নিয়েছেন ইংলিশ দলপতি।
ধোনিকে ছাড়িয়ে যেতে মরগানের লেগেছে কেবল ১৬৩ ম্যাচ। এক দিক দিয়ে অবশ্য এখনও এগিয়ে আছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে মরগানের ছক্কার সংখ্যা ৩২৮টি।
তিন সংস্করণ মিলিয়ে ধোনির ছক্কা ৩৫৯টি। অধিনায়ক হিসেবে ছক্কার সংখ্যায় মরগান ও ধোনির পরই আছেন রিকি পন্টিং ও ব্রেন্ডন ম্যাককালাম।যথাক্রমে তাদের ছক্কার সংখ্যা ১৭১ আর ১৭০।