promotional_ad

ছক্কার রেকর্ডে ধোনিকে ছাড়িয়ে গেলেন মরগান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। মঙ্গলবার (৪ আগস্ট) আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৪ বলে ১০৬ রানের ইনিংস খেলার পথে মরগান এই রেকর্ড ভেঙেছেন।


এদিন মাত্র ৭৮ বলে তিন অঙ্কে পৌঁছান মরগান। যদিও ম্যাচটি জিততে পারেননি তিনি। আয়ারল্যান্ড ওপেনার পল স্টার্লিংয়ের ১৪২ আর অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নির ১১৩ রানে ইংল্যান্ডের মাটিতে কোনো বিদেশি দল হিসেবে সর্বোচ্চ রান (৩২৯) রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে আইরিশরা।



promotional_ad

৩৩২ ম্যাচে অধিনায়ক হিসেবে ধোনির ছক্কার সংখ্যা ২১১। যেকোনো অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল। সাউদাম্পটনে সেই রেকর্ডই নিজের করে নিয়েছেন ইংলিশ দলপতি।


ধোনিকে ছাড়িয়ে যেতে মরগানের লেগেছে কেবল ১৬৩ ম্যাচ। এক দিক দিয়ে অবশ্য এখনও এগিয়ে আছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে মরগানের ছক্কার সংখ্যা ৩২৮টি। 


তিন সংস্করণ মিলিয়ে ধোনির ছক্কা ৩৫৯টি। অধিনায়ক হিসেবে ছক্কার সংখ্যায় মরগান ও ধোনির পরই আছেন রিকি পন্টিং ও ব্রেন্ডন ম্যাককালাম।যথাক্রমে তাদের ছক্কার সংখ্যা ১৭১ আর ১৭০।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball