promotional_ad

নিষেধাজ্ঞার কারণ এখনও জানেন না আজহার!

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাচ পাতানো বিতর্কে ২০০০ সালে মোহাম্মদ আজহারউদ্দিনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও নিষেধাজ্ঞার প্রায় ২০ বছর পূর্ণ হতে চললেও আজহার জানেন না, কেন নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে।


আজহার অবশ্য সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন। নিষিদ্ধ হওয়ার ১২ বছর পর, ২০১২ সালে তাঁর এই নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ ঘোষণা করে ভারতের অন্ধ্র প্রদেশ হাই কোর্ট।



promotional_ad

সম্প্রতি পাকিস্তানের একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে আজহার বলেন, 'যা ঘটে গেছে সেটা নিয়ে কাউকেই আমি দায় দিতে চাই না। কিন্তু আমি সত্যিই জানি না, আমাকে নিষিদ্ধ করার পেছনে কারণ কী ছিল।


যদিও লড়াই করার সিদ্ধান্ত নিই। ১২ বছর পর আমি মুক্ত হয়েছি। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে যখন বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় যাই, তখন আমি খুবই শান্তি পেয়েছিলাম।'


ভারতের হয়ে প্রায় ১৬ বছর খেলেছেন আজহার। ৯৯টি টেস্ট ম্যাচ খেলে ২২ সেঞ্চুরিতে ছয় হাজারের বেশি রান করেছেন তিনি। এছাড়া ৩৩৪ ওয়ানডে ম্যাচে রান করেছেন ৯ হাজারের বেশি। ৪৭ টেস্ট ও ১৭৪ ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেন তিনি।



আজহার আরও বলেন, 'আমি ভাগ্যে অনেক বিশ্বাস করি। কপালে যা থাকবে, সেটাই হবে। এই যুগের যেকোনো ক্লাস ক্রিকেটার কিন্তু একশর বেশি টেস্ট খেলে ফেলবে। আমার আছে ৯৯ টেস্ট খেলার রেকর্ড, যেটা হয়তো কেউই কখনো ভাঙতে পারবে না।


ভারতের হয়ে ১৬-১৭ বছর খেলে ১০ বছরের মতো অধিনায়কত্ব করেছি। এর চেয়ে বেশি আর কী-ই বা আমি চাইতে পারি!'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball