promotional_ad

বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচ আজও শিহরিত করে বিনিকে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে বল হাতে কারিশমা দেখান ভারতের পেস বোলিং অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাত্র ৪রান খরচায় ৬ উইকেট তুলে নেন তিনি। রেকর্ড গড়া এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরাও নির্বাচিত হন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। অপরদিকে মাত্র ৫৮ রানে অলআউট হওয়ার লজ্জায় নিমজ্জিত হয় স্বাগতিক বাংলাদেশ।


দীর্ঘ ছয় বছর পর দারুণ ক্যারিয়ার সেরা সেই পারফরম্যান্সের স্মৃতিচারণা করেছেন স্টুয়ার্ট বিনি। ভারতের জনপ্রিয় খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট স্পোর্টসকিডাকে দেয়া এক সাক্ষাৎকারে সেদিনকার অনুভূতি শেয়ার করেছেন তিনি।  



promotional_ad

বিনি বলেন, 'সত্যি কথা বলতে আমার এখনও লোম খাড়া হয়ে যায় যখন আমি সেই ভিডিওটি দেখি। আপনি সেই দিনটির চেয়ে আর ভালো দিন পাবেন না। সেই দিনটিতে আমরা খুব বেশি রান করতে পারিনি এবং আমরা চাপের মধ্যে ছিলাম প্রথম বল থেকেই। উইকেট খুব একটা খারাপ ছিল না, তবে আমরা বারবার মাঠে আসছিলাম এবং ফিরে যাচ্ছিলাম বৃষ্টির কারণে।'


বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল ৪১ ওভারে ১০৫ রান। কিন্তু বিনির দুর্দান্ত স্পেলে সহজ লক্ষ্য কঠিন করে হেরে বসে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি।


স্পোর্টসকিডাকে নিজের সাফল্যের রহস্য খোলাসা করে বিনি বলেন, 'উইকেটের কাভার বারবার দেয়া হচ্ছিলো আবার উঠানো হচ্ছিলো। সেখানে কিছুটা আর্দ্রতা ছিল এবং এটি আমার বোলিংয়ের জন্য উপযুক্ত ছিল। সেদিন আমি এর চেয়ে আর ভালো উইকেট আশা করতে পারতাম না আমার বোলিংয়ের জন্য।'  



২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেও জাতীয় দলে ধারাবাহিক হতে পারেননি স্টুয়ার্ট বিনি। ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার এখন পর্যন্ত মাত্র ৬টি টেস্ট, ১৪টি ওয়ানডে এবং ৩টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball