দ. আফ্রিকা নারী দলের ৩ জন করোনা আক্রান্ত

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
আগামি সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। এর ঠিক আগমুহূর্তে এই দলের তিন সদস্য করোনা সংক্রমিত হয়েছেন। এই তিনজনের মধ্যে একজন সহকারি স্টাফও রয়েছেন।
তিনজনের প্রত্যেককে ১০ দিনের জন্য আইসোলেশনে পাঠানো হয়েছে। সংক্রমিত হওয়া কারো নাম প্রকাশ না করলেও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।

দলের ক্রিকেটার ও সহকারি স্টাফ মিলিয়ে মোট ৩৪ জনের কোভিড-১৯ পরীক্ষা করায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এরপরই আসে এমন দুঃসংবাদ।
যারা করোনা পরীক্ষা উতরে গেছেন, অর্থাৎ যাদের ফল নেগেটিভ এসেছে, তারা রবিবার (২৬ জুলাই) প্রিটোরিয়ায় দলের সভায় একত্রিত হবেন।
এক সপ্তাহের স্কিল অনুশীলনও অনুষ্ঠিত হবে সেখানে। এরপর আগস্টের প্রথম সপ্তাহে যার যার প্রদেশ থেকে একক অনুশীলন করবেন প্রোটিয়া নারী ক্রিকেটাররা।
দ্বিতীয় দফায় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার আগে আবারও করোনা পরীক্ষা করাবেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার ও সহকারি স্টাফরা।