টি-টোয়েন্টিতে বাবরের সামর্থ্যে সন্দিহান ছিলেন হার্শা

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় বাবর আজমকে। এমনকি ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয় তাঁকে। তিন সংস্করণের ক্রিকেটেই নিজেকে মেলে ধরছেন পাকিস্তানের রঙিন পোশাকের ক্রিকেটের নতুন অধিনায়ক। যদিও ক্যারিয়ারের শুরুর দিকে বাবরের টি-টোয়েন্টি ব্যাটিং সামর্থ্য নিয়ে সন্দেহ ছিল জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের।
বাবরের ধারাবাহিকতা বা চমকপ্রদ সব রকমের শটে আস্থা রাখলেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ছিল হার্শার। এ কারণে হার্শার মনে হতো, দলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়তে পারেন বাবর।

বিখ্যাত ইংরেজ সাংবাদিক জ্যারড কিম্বারের সঙ্গে আলোচনায় হার্শা বলেন, 'ক্যারিয়ারের শুরু দিকে, প্রথম দুই বা তিন বছরের বেশি সময় বাবর আজমের ব্যাটিং গড় ছিল ৫০ থেকে ৫৫। অথচ স্ট্রাইক রেট ছিল ১২০ এর মতো।
টি-টোয়েন্টিতে আপনি যদি ১১০ বা ১১৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, সেক্ষেত্রে আপনি লম্বা সময় ধরে ব্যাটিং করা মানে কিন্তু দলের হারের সম্ভাবনা আরও বেড়ে যাওয়া।'
২০১৬ সালে টি-টোয়েন্টি অভিষেক হওয়া বাবরের স্ট্রাইক রেট এখন অবশ্য ১৩০ এর কাছাকাছি (১২৮.১৪)। সময়ের সঙ্গে নিজেকে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এখন পর্যন্ত খেলা ৩৮টি টি-টোয়েন্টিতে বাবর করেছেন ৫০.৭২ গড়ে এক হাজার ৪৭১ রান। হাফ সেঞ্চুরি করেছেন ১৩টি।