তৃতীয় টেস্টেও খেলা হচ্ছে না আর্চারের!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের 'জৈব সুরক্ষা' বিধি ভেঙে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন জোফরা আর্চার। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় টেস্টেও তার খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাইকেল ভন।
প্রথম টেস্টের ভেন্যু সাউদাপ্টন থেকে ম্যানচেস্টারে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অনুমতি দিয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ক্রিকেটারদের নির্দেশনা দেয়া হয়েছিল তারা যেন কোথাও গাড়ি না থামান এবং অন্য কোথাও না যান।

এই নিয়মের তোয়াক্কা না করে আর্চার ব্রাইটনে নিজের বাসায় ঘণ্টাখানেক সময় কাটিয়েছেন। এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে দ্বিতীয় টেস্টের দিন সকালে দল থেকে বাদ দেওয়া হয় এই পেসারকে। এর পর থেকেই হোটেল রুমে স্বেচ্ছা আইসোলেশনে আছেন তিনি।
আর্চার প্রসঙ্গে দ্য ডেইলি টেলিগ্রাফে ভন লিখেছেন, 'সে নিজ ইচ্ছায় বাড়িতে গিয়েছিল এবং জীবাণুমুক্ত পরিবেশে কোভিড-১৯ রোগ নিয়ে আসার সম্ভাবনা জাগিয়ে সিরিজটিকে হুমকিতে ফেলেছিল। সত্যি কথা বলতে, আগামী সপ্তাহে খেলা তার জন্য কঠিন হবে। আমার মনে হয় না, তারা (ইসিবি) তৃতীয় টেস্টের জন্য তাকে দলে ফেরাবে।'
২৪ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচে খেলতে পাঁচ দিনের মধ্যে দুইবার পরীক্ষায় নেগেটিভ হতে হবে আর্চারকে। এরপর দলের সঙ্গে অনুশীলনের অনুমতি মিলবে আর্চারের। যদিও এই সময় আর্চারকে সমর্থন দেয়া উচিত বলেই মনে করেন ভন।
তার ভাষ্য, 'আমাদের এটাও বুঝতে হবে, সে তরুণ এবং এটা তার করা প্রথম ভুল। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে শিখছে। নিজের রুমে তাকে আটকে থাকতে হবে, কেউ তাকে দেখতে পারবে না-পরের এই পাঁচ দিন তাকে সহায়তা করতে হবে। ফোনের মাধ্যমে সবার সহায়তা তার প্রয়োজন।”
সাবেক এই ইংলিশ ক্রিকেটার আরও বলেন, 'ভুল করা তরুণ কোনো খেলোয়াড়কে নিজের মতো করে ছেড়ে দেওয়া ঠিক হবে না। কারণ, এ সময় নেতিবাচক ভাবনা তার মধ্যে আসতে পারে। সে অনলাইনে আছে, তাই দেখতে পারবে তার কৃতকর্মের জন্য কেমন প্রতিক্রিয়া আসছে।'