promotional_ad

বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারায় মনঃক্ষুণ্ণ কাদির

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছিলেন পাকিস্তানের লেগ স্পিন অলরাউন্ডার উসমান কাদির। কিন্তু তাঁকে একটি ম্যাচেও খেলায় নি টিম ম্যানেজমেন্ট। 


শুধু বাংলাদেশ সিরিজেই নয় গত বছর অস্ট্রেলিয়া সফরেও কাদিরকে স্কোয়াডে রেখেছিলেন নির্বাচকেরা। কিন্তু সেবারও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের স্বপ্ন পূরণ হয়নি তাঁর। এরপর থেকে জাতীয় দলের খেলার আর তেমন সুযোগ আসেনি কাদিরের। স্বাভাবিকভাবেই তাই মনঃক্ষুণ্ণ ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। 



promotional_ad

ক্রিকেট পাকিস্তান নামের একটি সংবাদ মাধ্যমকে কাদির বলেন, 'আমি হতাশ এবং আহত একটি ম্যাচেও না খেলে বাদ পড়ায়। আমি অনূর্ধ্ব ১৯ দলে এবং বিগ ব্যাশ লিগে খেলে নিজের লক্ষ্য পূরণ করেছি। এরপর থেকে আমি কঠোর পরিশ্রম করছি যেন পাকিস্তানের হয়ে খেলতে পারি।'   


প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১টি ম্যাচে ১৯.৩০ গড়ে ২৫১ রান সংগ্রহ করেছেন উসমান কাদির। যেখানে একটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। এছাড়া লিস্ট 'এ' ক্রিকেটে ২১ ম্যাচে ৩১ গড়ে ২১৭ রান করেছেন তিনি। এখানেও একটি হাফ সেঞ্চুরির মালিক এই বাঁহাতি।


টি-টোয়েন্টি ক্রিকেটে ২৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে কাদিরের। যেখানে তাঁর সেরা ইনিংস ৩৬ রানের। বল হাতে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩ উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। অপরদিকে লিস্ট 'এ' এবং টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ২১ ও ২৩টি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball