এখনও ভারতের হয়ে টেস্ট খেলতে পারবেন সৌরভ!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ছয় মাস অনুশীলন করে এখনও ভারতের হয়ে টেস্ট খেলতে পারবেন বলে মন্তব্য করেছেন সৌরভ গাঙ্গুলি। প্রস্তুতি হিসেবে রঞ্জি ট্রফিতে তাঁর খেলা লাগবে মাত্র তিন ম্যাচ!
কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে সৌরভ বলেন, 'আমাকে যদি আরও দুইটা ওয়ানডে সিরিজ খেলতে দেওয়া হতো,আমি আরও বেশি রান করতাম। নাগপুরে অবসর না নিলে পরের দুই টেস্ট সিরিজেও রান করতাম।

এমনকি এখনো যদি আমাকে ছয় মাস অনুশীলন করতে দেওয়া হয়, রঞ্জিতে তিনটা ম্যাচ খেলতে দেওয়া হয়, আমি ভারতের হয়ে টেস্টে রান করতে পারব। আমার ছয় মাসও লাগবে না, আমাকে তিন মাস সময় দিলেই আমি রান করব।'
ভারতের ওয়ানডে ক্রিকেটে সৌরভকে কিংবদন্তি মানা হলেও টেস্ট দলে তুলনামূলক উপেক্ষিত হতেন সৌরভ। শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণদের ভিড়ে তুলনামূলক পিছিয়ে থাকতেন তিনি।
এ নিয়ে আক্ষেপের কমতি নেই সৌরভের। খেলোয়াড়ি জীবনে বিভিন্ন বার এই বিষয়ে মন্তব্য করেছেন তিনি।
দেশের হয়ে ৩১১টি ওয়ানডেতে বিসিসিআইয়ের বর্তমান সভাপতি করেছেন ১১ হাজার ৩৬৩ রান। পাশাপাশি ১১৩ টেস্টে কলকাতার মহারাজের সংগ্রহ সাত হাজার ২১২ রান।
ওয়ানডেতে সৌরভ সেঞ্চুরি করেছেন ২২টি, হাফ সেঞ্চুরি ৭২টি। টেস্টে ১৬টি সেঞ্চুরি করেছেন তিনি। হাফ সেঞ্চুরি আছে ৩৫টি।