স্বপ্নের হ্যাট্রিকের কথা জানালেন নাসিম শাহ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বয়স মাত্র ১৭ বছর। কিন্তু এরই মধ্যে গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন নাসিম শাহ। পাকিস্তানের এই বোলিং সেনসেশন চলতি বছর বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে হ্যাট্রিক করেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হ্যাট্রিকের বিশ্বরেকর্ড গড়েন তিনি।
এবার অল্প বয়সে তারকা খ্যাতি পেয়ে যাওয়া এই ডানহাতি পেসার জানিয়েছেন নিজের স্বপ্নের হ্যাট্রিকের কথা। ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ এবং ইংল্যান্ডের দলপতি জো রুটকে টানা তিন বলে আউট করার স্বপ্ন দেখেন তিনি।

নাসিম শাহ বলেন, 'রোহিত শর্মার সব ধরণের ডেলিভারি খেলার সামর্থ্য রয়েছে। সেটা শর্ট বলও হতে পারে আবার ভালো লেন্থের বলও হতে পারে। রেকর্ডই তাঁর পক্ষে কথা বলে এবং তাঁর উইকেট শিকার করতে পারে একটি স্বপ্ন পূরণের মতো আমার জন্য।'
অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্মিথের উইকেট শিকার করাটাও দারুণ ব্যাপার হবে বলে উল্লেখ করেন নাসিম। তিনি বলেন, 'স্টিভ স্মিথ তাঁর ব্যাটিং টেকনিকের দিক থেকে একেবারেই আলাদা এবং তাঁকে আউট করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের হবে। এর আগে আমার সুযোগ এসেছিল তাঁকে বল করার। তাঁর উইকেট পাওয়া দারুণ একটি অভিজ্ঞতার ব্যাপার।'
গত বছরের নভেম্বরে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় নাসিম শাহর। নিজের প্রথম ম্যাচেই বল হাতে গতির ঝড় তুলে তাক লাগিয়ে দেন এই তরুণ পেসার। এখন পর্যন্ত ৪টি টেস্টে ২৬.৮৪ গড়ে ১৩ উইকেট শিকার করেছেন তিনি।