promotional_ad

মনে হচ্ছিলো আমরা মৃত এবং সমাহিত: মরগান

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আজ থেকে ঠিক এক বছর আগের এই দিনে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সুপার ওভারের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বজয়ীর বেশে মাঠ ছাড়ে স্বাগতিকরা।


রুদ্ধশ্বাস সেই ম্যাচের একটা সময় অবশ্য জয়ের আশা ছেড়েই দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। কারণ ৪৯তম ওভারে কিউই পেসার জিমি নিশামের চতুর্থ বলে ছয় হাঁকাতে গিয়ে মার্টিন গাপটিলের হাতে ধরা পড়েন স্টোকস। তবে বাউন্ডারির বাইরে থেকে ক্যাচটি নেয়ায় সেটি ছয় দেন আম্পায়ার। ফলে জীবন পান ইংলিশ অলরাউন্ডার। 



promotional_ad

সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে সেই মুহূর্তটির স্মৃতিচারণা করেছেন মরগান। স্টোকসের হাঁকানো বলটি গাপটিল লুফে নিলে নিজেদেরকে ক্ষণিকের জন্য মৃত এবং সমাহিত ঠাওর হচ্ছিলো বলে উল্লেখ করেন ইংল্যান্ড দলপতি। 


মরগান বলেন, 'জিমি নিশাম বেনকে (স্টোকস) বোলিং করলো, এটি একটি স্লোয়ার ছিল। বেন লং অনে বলটি মারলো এবং আমার মনে আছে বলটি শুন্যে ভাসছে। আপনি সেই পরিস্থিতিতে বলটির কক্ষপথ বুঝতে পারবেন। আপনি অনেক উপরে মারবেন এবং অবশ্যই সেটি ছয় হাঁকানোর জন্য। সেই বলটিও অনেক উপরে উঠেছিল এবং কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল সে (স্টোকস) যতটা চেয়েছিল ততটা উপরে উঠেনি। আমার তখন মনে হচ্ছিলো, 'এখানেই শেষ, বেন আউট হয়ে গেল, আমাদের এখনও ১৫ রান দরকার।'-সেই মুহূর্তটিতে আমার ক্ষণিকের জন্য মনে হয়েছিল আমরা মৃত এবং সমাহিত হয়ে পড়েছি।' 


বিশ্বকাপের ফাইনালে শুরুতে ব্যাটিং করে ৮ উইকেটে ২৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এরপর খেলতে নেমে কিউইদের দারুণ বোলিংয়ে ৫০ ওভারে ২৪১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে প্রথমবারের মতো সুপার ওভারে গড়ায় ফাইনাল ম্যাচ। এরপর সুপার ওভারেও টাই হলে বাউন্ডারি সংখ্যা বিবেচনায় জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball