promotional_ad

পান্তের ব্যাটিং পজিশন খুঁজে পায়নি ভারত!

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলে ঋষভ পান্ত দারুণ সফল হলেও তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ভারতীয় দলে একেবারেই সাদামাটা। নামের প্রতি সুবিচার করতে প্রতিনিয়তই ব্যর্থ হচ্ছেন তিনি। যদিও পান্তের আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলসের সহকারি কোচ মোহাম্মদ কাইফ মনে করছেন, পান্তের সঠিক ব্যাটিং পজিশনই খুঁজে পায়নি ভারত!


সম্প্রতি ভারতের সাবেক এই ক্রিকেটার ইউটিউভে আকাশ চোপড়ার সঙ্গে আলোচনায় বলেন, 'পান্ত মাঝেমধ্যে ওয়ানডেতে ১৫ ওভারে নেমে যাচ্ছে। একজন ফিনিশার বা একজন আগ্রাসী ব্যাটসম্যানের ভূমিকা একই রকম হওয়া উচিত।



promotional_ad

ভারত এখন পর্যন্ত পান্তের ব্যাটিং পজিশন খুঁজে পায়নি। কিন্তু আইপিএলে আমরা খুঁজে পেয়েছি। এ কারণেই সে আইপিএলে অসাধারণ খেলছে। কেননা সে নির্ভার হয়ে খেলতে ভালোবাসে।'


জাতীয় দলের হয়ে ১৬টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি খেলা পান্ত এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি। হাফ সেঞ্চুরি পেয়েছেন দুই ফরম্যাট মিলিয়ে একটি।


অথচ মহেন্দ্র সিং ধোনির বিকল্প ভাবা হচ্ছিল তাঁকে! ভারতের শেষদিকে খেলা ম্যাচগুলোতে লোকেশ রাহুলের কিপিং সামর্থ্যের কাছে হার মানতে হয় পান্তকে, স্কোয়াডে থাকলেও দলে জায়গা পাননি তিনি। ভারতের পরিকল্পনার সঙ্গে দিল্লির পরিকল্পনার পার্থক্যও ধরিয়ে দেন কাইফ।



সাবেক এই ব্যাটসম্যান আরও বলেন, 'দিল্লি ক্যাপিটালসে আমি, দাদা (সৌরভ গাঙ্গুলি) ও রিকি পন্টিং বেশ কয়েকবার পান্তের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা করেছি। ওকে কি তিন নম্বরে পাঠাব নাকি চার নম্বরে পাঠাব সেটা নিয়ে কথা বলেছি।


পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পান্তের অন্তত ৬০ বল খেলা উচিত। সে কোন পজিশনে ব্যাটিং করে সেটা ব্যাপার না, মূল বিষয় হচ্ছে তাঁকে শেষ দশ ওভার খেলাতে হবে। ভারত এখন পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত নিতে পারেনি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball