ব্রাত্য রাহানের ফেরার লড়াই

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
লম্বা সময় ধরে ওয়ানডে দলে নেই আজিঙ্কা রাহানে। ভারতের টেস্ট দলের নিয়মিত এই ব্যাটসম্যান এবার ফিরতে চান ওয়ানডে ক্রিকেটে। যেকোনো পজিশনে ব্যাটিং করতেও প্রস্তুত রাহানে।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে শেষবার ভারতের হয়ে ওয়ানডে খেলেছিলেন রাহানে। মাঝে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও দলে জায়গা পাননি তিনি। আবারও খেলতে চান ভারতের রঙিন পোশাকে।

ক্রিকইনফো চ্যাট শো তে রাহানে বলেন, 'ওয়ানডেতে যেকোনো পজিশনে ব্যাটিং করতে আমি প্রস্তুত। ওপেনিং বা চার নম্বর বা যেকোনো পজিশনে ব্যাটিং করতে আমি তৈরি আছি। আমি ওয়ানডে ক্রিকেটে ফিরতে চাই। কিন্তু কখন সুযোগ আসবে, সেটা আমরা জানি না।'
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯০টি ওয়ানডে খেলেছেন রাহানে। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান তিনটি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরিসহ করেছেন দুই হাজার ৯৬২ রান।
রাহানে আরও বলেন, 'মানসিকভাবে আমি সব সংস্করণের ক্রিকেট খেলতে প্রস্তুত। বিষয়টা হচ্ছে আপনার সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা বা ইতিবাচক থাকা।
আমি যখন ওয়ানডেতে ইনিংস উদ্বোধন করেছি, তখন বেশ উপভোগ করেছি। চার নম্বরে ব্যাটিং করতেও আমার আপত্তি নেই। দুই রকমের ভূমিকাতেই আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি।'