promotional_ad

ব্রাত্য রাহানের ফেরার লড়াই

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লম্বা সময় ধরে ওয়ানডে দলে নেই আজিঙ্কা রাহানে। ভারতের টেস্ট দলের নিয়মিত এই ব্যাটসম্যান এবার ফিরতে চান ওয়ানডে ক্রিকেটে। যেকোনো পজিশনে ব্যাটিং করতেও প্রস্তুত রাহানে।


২০১৮ সালের ফেব্রুয়ারিতে শেষবার ভারতের হয়ে ওয়ানডে খেলেছিলেন রাহানে। মাঝে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও দলে জায়গা পাননি তিনি। আবারও খেলতে চান ভারতের রঙিন পোশাকে।



promotional_ad

ক্রিকইনফো চ্যাট শো তে রাহানে বলেন, 'ওয়ানডেতে যেকোনো পজিশনে ব্যাটিং করতে আমি প্রস্তুত। ওপেনিং বা চার নম্বর বা যেকোনো পজিশনে ব্যাটিং করতে আমি তৈরি আছি। আমি ওয়ানডে ক্রিকেটে ফিরতে চাই। কিন্তু কখন সুযোগ আসবে, সেটা আমরা জানি না।'


জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯০টি ওয়ানডে খেলেছেন রাহানে। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান তিনটি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরিসহ করেছেন দুই হাজার ৯৬২ রান। 


রাহানে আরও বলেন, 'মানসিকভাবে আমি সব সংস্করণের ক্রিকেট খেলতে প্রস্তুত। বিষয়টা হচ্ছে আপনার সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা বা ইতিবাচক থাকা।



আমি যখন ওয়ানডেতে ইনিংস উদ্বোধন করেছি, তখন বেশ উপভোগ করেছি। চার নম্বরে ব্যাটিং করতেও আমার আপত্তি নেই। দুই রকমের ভূমিকাতেই আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball