অস্ট্রেলিয়া গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে নারাজ ভারত

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতের। করোনার প্রকোপ কাটিয়ে অস্ট্রেলিয়া যেতে চায় ভারত, কিন্তু ১৪ দিনের লম্বা কোয়ারেন্টিনে থাকতে আপত্তি আছে দলটির। কোয়ারেন্টিনের সময় আরও কম হোক, এমনটা চান বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
ভারতের সাবেক অধিনায়ক ইন্ডিয়া টুডে'কে বলেন, 'আমরা সেই সিরিজটি খেলব। ডিসেম্বরে আমরা সেখানে যাবো। তবে আমরা আশা করব কোয়ারেন্টিনের দিন সংখ্যা যেন কমে আসে। কেননা আমরা কেউই চাই না, যে ক্রিকেটাররা সেখানে যাক এবং দুই সপ্তাহের জন্য হোটেল রুমে বসে থাক। এটা খুবই হতাশাজনক।
মেলবোর্ন ছাড়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যথেষ্ট ভালো অবস্থানে আছে। এ কারণেই আমরা সেখানে যাচ্ছি। আশা করব কোয়ারেন্টিনের দিন সংখ্যা যেন কমে আসে। তাহলে আমরা সহজেই ক্রিকেটে ফিরতে পারব।'

অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৮-১৯ সালে চার ম্যাচ সিরিজটি ২-১ ব্যবধানে জিতে ভারত। সেবারই ৭১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে ভারত।
তবে আসন্ন সিরিজটি যে সহজ হবে না সেটা মানছেন সৌরভ। বিদেশের মাটিতে দলের ব্যাটিং প্রদর্শনীর ওপরে নির্ভর করছে অনেক, এমনটাও মনে করছেন তিনি।
সৌরভ আরও বলেন, 'এটা কঠিন সিরিজ হতে যাচ্ছে। দুই বছর আগে যেমন হয়েছে সেটা এবার নাও হতে পারে। এবারের অস্ট্রেলিয়া দল অনেক শক্তিশালী, তবে আমাদের দলও বেশ ভালো।
আমাদের ভালো ব্যাটিং লাইনআপ আছে, ভালো বোলিং লাইনআপ আছে। যদিও আমাদের সেখানে আরও ভালো ব্যাটিং করতে হবে।'
বর্তমানে ইংল্যান্ডে সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডে পৌঁছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে অবস্থান করে তারা।