করোনাভাইরাস সহ্য করতে বললেন গাঙ্গুলি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের শেষ পর্যন্ত বজায় থাকবে করোনাভাইরাসের প্রকোপ বলে মনে করেন সৌরভ গাঙ্গুলি। আর সেই কারণে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।
সম্প্রতি ভারতের ওপেনিং ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে এক অনলাইন আড্ডায় যোগ দেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি। সেখানে একটা পর্যায়ে তাঁর কাছে আগারওয়াল জানতে চান করোনা পরিস্থিতির বিষয়ে।

এর উত্তরে গাঙ্গুলি বলেন, ‘আমার মনে হয়, আগামী দু-তিন-চার মাস খুব কঠিন হবে। আমাদের এটা শুধু সহ্য করে যেতে হবে। এই বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুতে হয়তো আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব।’
তবে গাঙ্গুলির বিশ্বাস করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কার হলে পরিস্থিতি স্বাভাবিক হতে খুব একটা সময় লাগবে না। ভ্যাকসিন আসার আগে পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
বিসিসিআই সভাপতি বলেন, ‘আমি ভ্যাকসিনের অপেক্ষায় আছি। তার আগে পর্যন্ত আমাদের সতর্ক হয়ে চলতে হবে। আমরা জানি কী ঘটছে। আমরা অসুস্থ হতে চাই না। একবার ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেলে তখন সব স্বাভাবিক হয়ে আসবে।’
করোনাভাইরাস মোকাবেলার পাথেয়ও বাতলে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। মরণঘাতী এই রোগ থেকে বাঁচার উপায়কে ব্যাটিং কৌশলের সঙ্গে তুলনা করেছেন ৪৭ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।
গাঙ্গুলির ভাষ্যমতে, ‘এটা অনেকটা ব্যাটিং কৌশলের মতোই। সব পিচে একভাবে ব্যাটিং করা যায় না। মন্থর উইকেটে করতে হয় এক কৌশলে। ঘূর্ণি উইকেটে আরেক রকম। ন্যাড়া উইকেটে আবার আরেক রকম। কোভিড এখন যে পর্যায়ে আছে, আগে আমাদের এখান থেকে বের হতে হবে। আশা করি, এ বছরের শেষ দিকে সব ঠিক হয়ে যাবে।’