সাবেক সতীর্থের চোখে সবচেয়ে বাজে ব্যাটসম্যান গাভাস্কার!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন ভারতের সুনীল গাভাস্কার। অথচ ৩৪টি টেস্ট সেঞ্চুরির মালিক নেট অনুশীলনে নাকি একেবারেই ভালো করতেন না। সম্প্রতি গাভাস্কারের একসময়কার সতীর্থ কিরন মোরে দাবি জানিয়েছেন এমনটাই।
দ্য গ্রেটেস্ট রাইভালরি পোডকাস্টে গাভাস্কারের ব্যাটিং প্রসঙ্গে কথা বলেন ৫৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। নেটে বোলারদের বুঝে শুনে খেলতে বেশ গলদঘর্ম হতেন গাভাস্কার বলে মন্তব্য করেন তিনি।

মোরে বলেন, ‘নেটে আমার দেখা সবচেয়ে বাজে ব্যাটসম্যানদের একজন ছিল গাভাস্কার। নেটে অনুশীলন পছন্দ করতেন না তিনি। যখন আপনি তাকে টেস্ট ম্যাচ খেলার জন্য নেটে অনুশীলন করতে দেখতেন এবং পরেরদিন ব্যাট করতে মাঠে নামতেন তার মধ্যে তার ব্যাটিংয়ের পার্থক্য থাকতো ৯৯.৯ শতাংশ।'
নেটে খারাপ খেলা সেই গাভাস্কারই মাঠে নামার পরে যেন পাল্টে যেতেন রাতারাতি। প্রতিপক্ষের বোলারদের ত্রাসে পরিণত হতেন তিনি। সেকারণেই গাভাস্কারের প্রশংসা করতে ভুলেননি তাঁর সাবেক সতীর্থ মোরে।
৪৯টি টেস্ট এবং ৯৪টি ওয়ানডে খেলা মোরের ভাষ্যমতে, 'যখন আপনি নেটে তার (গাভাস্কারের) ব্যাটিং দেখতেন তখন মনে হতো, এ কিভাবে রান করবে? কিন্তু পরেরদিন যখন তিনি ব্যাট হাতে সকালে মাঠে নামতেন তখন কেবল ‘ওয়াও’ ছাড়া আর কোনো কিছু বলার থাকতো না।'
ভারতের হয়ে ১২৫টি টেস্ট এবং ১০৮টি ওয়ানডে খেলেছেন কিংবদন্তী সুনীল গাভাস্কার। ৭০ বছর বয়সী এই ডানহাতি টেস্টে ৫১.১২ গড়ে ১০ হাজার ১২২ রান সংগ্রহ করেন। এছাড়া ওয়ানডেতে ৩৫.১৩ গড়ে ৩ হাজার ৯২ রান রয়েছে তাঁর।