করোনার কারণে রেভিনিউ ইস্যুতে ছাড় দিচ্ছেন স্মিথ-ওয়ার্নাররা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


 


করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট বোর্ডগুলো। ব্যতিক্রম নয় বিশ্বের অন্যতম প্রভাবশালী বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)।


promotional_ad

এমতাবস্থায় দেশের ক্রিকেটের স্বার্থে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রেভিনিউ মূল্যায়নের বিষয়ে বোর্ডের সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তির পর সিএ তাদের ভবিষ্যতের আর্থিক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।  


করোনাভাইরাসের কারণে গত মাসে প্রায় ৫০ শতাংশ রেভিনিউ হারিয়েছে সিএ। ফলে বোর্ডের রেভিনিউ শেয়ারের ইস্যুতে নমনীয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা। অপরদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও রেভিনিউ শেয়ারের ইস্যুতে বোর্ডকে দেয়া নোটিশ বাতিল করেছে।   


এদিকে একটি বিবৃতিতে সিএ লিখেছে, 'একটি মহামারী শতাব্দীতে হয়তো একবার আঘাত হানে। আগামী ১২ মাসে আমরা কতটা রেভিনিউ পেতে পারি এর একটা হিসেব আমরা করেছি। আমরা বিশ্বাস করি এরই মধ্যে এমন একটি অবস্থানে পৌঁছেছি যেখানে সকলে আমাদের সাহায্য করবে পরের বছরটি কিভাবে পরিচালনা করবো সেই ব্যাপারে।' 


এর আগে ২০১৭ সালে লভ্যাংশ বন্টন নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব লেগেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। সেবার নতুন চুক্তি অনুযায়ী সিএ ঘোষণা দিয়েছিল আয়ের কোনো অংশ প্রদান করা হবে না ক্রিকেটারদের। ২০ বছর ধরে চলে আসা এই প্রথা বাতিল করায় জোরালো প্রতিবাদ জানায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। 


মূলত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেতনের বাইরেও সাধারণত বোর্ডের রেভিনিউয়ের কিছুটা অংশ পেয়ে থাকেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বোর্ডের সমঝোতাতেই এই অর্থ প্রদান করা হতো ক্রিকেটারদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball