promotional_ad

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিলেন তাইবু

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের তরুণ  ক্রিকেটারদের বিনয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু। জনপ্রিয়তার আতিশয্যে নিজেকে বিলিয়ে না দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।  


বরাবরই বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী তাইবু। এদেশের ক্রিকেটকে খুব কাছ থেকেই দেখার অভিজ্ঞতা হয়েছে তাঁর বারংবার। সেই অভিজ্ঞতা থেকেই তরুণ ক্রিকেটারদের পাথেয় বাতলে দিয়েছেন তিনি। অর্থ উপার্জনের চেয়েও বিনয়ী হওয়া বেশি জরুরী বলে মন্তব্য করেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক।



promotional_ad

দেশের প্রথমসারির বাংলা দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তাইবু বলেন, 'আপনি জীবনে যাই বেছে নিন না কেন, চেষ্টা করলে আপনি তাতে ভালো করতে পারবেন। আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারবেন, প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তবে এগুলো আসল চ্যালেঞ্জ নয়। আসল চ্যালেঞ্জ হলো প্রচুর অর্থোপার্জন করার পর, জনপ্রিয় হয়ে উঠার পর বিনয়ী হতে পারা। অনেকে আপনার সঙ্গে কথা বলতে চাইবে, দেখা করতে চাইবে। তখনই বোঝা যাবে আপনি কেমন মানুষ।'


২০১৬ সালে যুক্তরাজ্যের লিভারপুল এবং জেলা ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় বিভাগে খেলোয়াড়-কোচ-উন্নয়ন-কর্মকর্তা হিসেবে হাইটাউন সেইন্ট মেরি কলেজে যোগদান করেন তাইবু। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।


নিজের আত্মজীবনীমূলক বই কিপার অফ ফেইথে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এবং তাঁর ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে মন্তব্য করার কারণে দেশ ছাড়তে হয় তাইবুকে। সেই ঘটনার ফলে নিজ দেশে ফেরার পথ আপাতত বন্ধ তাঁর। তাইবু বলেন, 'মনে হয় না দ্রুতই ফিরতে পারবো। বই লেখার পর জিম্বাবুয়ের প্রভাবশালী অনেকে ক্ষেপে আছে আমার ওপর। আপাতত এখান থেকে সরছি না। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করছি।'



জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম সেরা তারকা ছিলেন তাতেন্দা তাইবু। মাত্র ২১ বছর বয়সে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েন তিনি। দেশের হয়ে ২৮টি টেস্ট, ১৫০টি ওয়ানডে এবং ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball