promotional_ad

বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইংল্যান্ডের অভিন্ন উদ্যোগ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ইংল্যান্ড। বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিন ম্যাচের এই সিরিজে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' লেখা লোগো সম্বলিত জার্সি পড়ে খেলতে নামবে স্বাগতিকরা।  


একটি বিবৃতির মাধ্যমে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জো রুট এবং অলরাউন্ডার বেন স্টোকসসহ বাকি ক্রিকেটাররাও এই সিদ্ধান্তের পূর্ণ সমর্থন দিয়েছেন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সঙ্গেও একাত্মতা পোষণ করবেন তাঁরা।  


promotional_ad

ইসিবি বিবৃতিতে লিখেছে, 'সিদ্ধান্তটি নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক জো রুট এবং প্রথম টেস্টের অধিনায়ক বেন স্টোকসসহ এই সিদ্ধান্তের পূর্ণ সমর্থন জানিয়েছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। তারা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সঙ্গে সংহতি প্রকাশ করবে এবং জার্সির সঙ্গে একটি নির্দিষ্ট লোগো বহন করবে।' 


ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এই উদ্যোগটিকে সমাজ থেকে বর্ণবাদ পুরোপুরি নিশ্চিহ্ন করার পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি বলেন, 'ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ব্ল্যাক লাইভস ম্যাটারের এই বার্তাটি পুরোপুরি সমর্থন করে। এটি সংহতির একটি বার্তা এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে একটি পদক্ষেপ। সমাজে কিংবা খেলায় বর্ণবাদের কোনো স্থান নেই। আমাদের এই ব্যাপারে আরো পদক্ষেপ নিতে হবে।'


হ্যারিসনের পাশাপাশি অধিনায়ক জো রুটও মহতী এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তাঁর বক্তব্য, 'কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করা অনেক গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সমতা এবং সুবিচার নিশ্চিত করতে হবে। ইংল্যান্ডের ক্রিকেটাররা এবং ম্যানেজমেন্ট এই ব্যাপারে একতাবদ্ধ। তারা আন্তর্জাতিক ক্রিকেটকে বর্ণবাদের বিরুদ্ধে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করবে।' 


সম্প্রতি যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নামের একজন কৃষ্ণাঙ্গ নাগরিককে নির্মমভাবে হত্যা করে সেখানকার শ্বেতাঙ্গ পুলিশ। এরপর থেকেই বর্ণবাদ ইস্যুতে সোচ্চার হয়ে উঠেছে পুরো বিশ্ব। যার আঁচ লেগেছে ক্রিকেট অঙ্গনেও। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' লোগো নিয়ে নামার ঘোষণা এরই মধ্যে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball