promotional_ad

ইংল্যান্ড সফরে ফিরুক ৯০ দশকের পাকিস্তান, চাওয়া শোয়েবের

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজ ড্র করার লক্ষ্যে নয়, ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানোর মতো আগ্রাসী মনোভাব নিয়ে খেলুক পাকিস্তান- এমনটা চান শোয়েব আখতার। নিজেদের ৯০ দশকের দলের মতো আগ্রাসী মনোভাব নিয়ে খেললে ইংল্যান্ডকে সহজেই হারানো সম্ভব, মনে করছেন তিনি।


নব্বই দশকের পাকিস্তান দলে ছিলেন ইমরান খান, আমির সোহেল, সাঈদ আনোয়ার, ইজাজ আহমেদ, ইনজামাম উল হক, ওয়াকার ইউনুস, সেলিম মালিক ও ওয়াসিম আকরামদের মতো ক্রিকেটাররা। সেই সময় পাকিস্তানের আগ্রাসী ক্রিকেট সমগ্র ক্রিকেট বিশ্বে সুপরিচিত।



promotional_ad

নিজের ইউটিউভ চ্যানেলে শোয়েব বলেন, 'সঠিক কম্বিনেশনে নিয়ে ভালো খেলা উচিত পাকিস্তানের। টেস্ট সিরিজ ড্র করা নয়, বরঞ্চ সেটা জিততে মাঠে নামা উচিত। এর আগে আমরা অনেক সিরিজ হেরেছি, সেটা শুধুমাত্র ব্যাটিং এবং মাইন্ডসেটের কারণে। অথচ সেগুলো আমরা জিততেও পারতাম।


আমি আসলে ওইরকম (৯০ দশকের পাকিস্তান দলের আগ্রাসন) আগ্রাসী মনোভাব চাইছি। সেই রকমের আগ্রাসী মনোভাবেই আমাদের মূল পরিচয়। আমি চাই পাকিস্তান দারুণ খেলুক এবং সারা বিশ্ব এই সিরিজটি দেখুক। বিশেষ করে বাবর আজম এবং হায়দার আলীর প্রতি আমার অনেক আশা।'


দলের বোলারদেরও পেস ও আগ্রাসন বজায় রাখার পরামর্শ দেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' খ্যাত শোয়েব। বেন স্টোকস, ররি বার্নসদের পরীক্ষা নিক পাক পেসাররা, চাওয়া শোয়েবের।



তিনি আরও বলেন, 'আমি চাই ফাস্ট বোলাররা তাদের লেংথ ঠিক রেখে আগ্রাসী বোলিং চালিয়ে যাক। গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম, ম্যালকম মার্শালরা জানত কীভাবে এই ধরনের বোলিং করতে হয়। তাই আমার পরামর্শ থাকবে পেস বাড়াও এবং ইংল্যান্ডের ব্যাটিং স্কিলের পরীক্ষা নাও।'


তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক টেস্ট ম্যাচ খেলতে ইতোমধ্যেই ইংল্যান্ডে পা রেখেছে পাকিস্তান।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball