promotional_ad

বাংলাদেশের পরিস্থিতি বেশ কঠিন: উইলিয়ামসন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশের মতো জনবহুল দেশের পক্ষে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখা যথেষ্ট কষ্টসাধ্য বলে মনে করেন কেন উইলিয়ামসন। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে জুম অ্যাপে আলাপ করার পরেই এই উপলব্ধি হয়েছে নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যানের। 


করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন উইলিয়ামসন। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন আরো তিন ক্রিকেটার হেনরি নিকোলস, সোফি ডিভাইন এবং ড্যান কার্টার। সম্প্রতি এই দায়িত্ব প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন কিউই দলপতি। সেখানেই উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ।



promotional_ad

উইলিয়ামসন বলেন, 'সম্প্রতি জুম অ্যাপের মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে আমার। এরপর আমি বুঝতে পেরেছি যে তাঁর দেশের পরিস্থিতি কতটা কঠিন। বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলে ভাইরাসটিকে দূরে রাখা কষ্টকর।' 


তামিমের সঙ্গে আলাপর পর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন উইলিয়ামসন। পাশাপাশি দেশটির আবহাওয়ার ব্যাপারেও অবগত আছেন তিনি। কিউই তারকার ভাষায়, 'বাংলাদেশের কন্ডিশন অনেক খারাপ। আমি সেখানকার গরম এবং আদ্রতার কথা ভুলবো না। আমি যখন প্রথম বাংলাদেশ সফরে গিয়েছিলাম তখন এর অভিজ্ঞতা হয়েছে। এটি ছিল একটি ক্ষুদ্র সতর্কবার্তা নিজেদের মানিয়ে নেয়ার ক্ষেত্রে।' 


তামিম ছাড়াও অবশ্য আরো অনেক ক্রিকেটারের সঙ্গে আলাপ করেছেন উইলিয়ামসন। তাঁদের দেশের অবস্থাও জেনেছেন তিনি। উইলিয়ামসন বলেছেন, 'ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। যার মধ্যে সেরা ব্যাপার হলো আমি সুযোগ পেয়েছি বিশ্বের নানা প্রান্তের মানুষের সঙ্গে বন্ধুত্ব করার। মহামারীর সময় আমি কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তাঁদের দেশের বর্তমান পরিস্থিতি, কি অবস্থা এসব নিয়ে আলাপ করেছি।'  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball