promotional_ad

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার স্মৃতি আজও পোড়ায় ওয়াকারকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১৯৯২ সালকে ধরা হয় পাকিস্তানের ক্রিকেটের স্বর্ণযুগ। ইমরান খানের নেতৃত্বে সেবার বিশ্বকাপের স্বাদ পেয়েছিল দেশটি। আর সেই বিশ্বকাপজয়ী দলে ছিলেন জাভেদ মিয়াদাদ, ইনজামাম-উল-হক, ওয়াসিম আকরামের মতো ক্রিকেট গ্রেটরা।


বিশ্বকাপের স্কোয়াডে থেকেও সেই আসরে মাঠে নামতে পারেননি পাকিস্তানের আরেক ক্রিকেট গ্রেট ওয়াসিম আকরাম। কেননা বিশ্বকাপ শুরুর সপ্তাহ খানিক আগে অনুশীলনের সময় চোট পেয়ে ছিটকে পড়েছিলেন এই সাবেক ফাস্ট বোলার। আর বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার কষ্ট জীবনের শেষ দিন পর্যন্ত কুড়ে কুড়ে খাবে পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলারকে।



promotional_ad

সম্প্রতি ক্রিকট্রেকারকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক।


ওয়াকার ইউনুস বলেন, 'আমার জন্য ওই সময়টা খুব কষ্টের ছিল। চোট পেয়ে গেলাম। বিশ্বকাপ শুরু হওয়ার আগ মুহূর্তে আমার পিঠে স্ট্রেস ফ্র্যাকচার হয়। চোটটা এতটাই ভয়াবহ ছিল যে আমি অনেক দিন ঠিকমতো হাঁটাচলাও করতে পারিনি।'


'খুব সম্ভবত ওটা আমার জীবনের সবচেয়ে বাজে সময়, দুঃখের সময়। আমি তখন আমার বোলিং ফর্মের তুঙ্গে ছিলাম। খুব ভালো করছিলাম। পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল, আমি দলে থাকতে পারিনি, আমি সেই গৌরবের মুহূর্তের কোনো অংশ নই। এটা আমাকে সারাজীবন পীড়া দিয়ে যাবে।'



তবে বিশ্বকাপ জয়ের পর তাঁর কষ্টটা পরিণত হয়েছিল মিশ্র অনুভূতিতে। কেননা একদিকে ছিল তাঁর ছিটকে পড়া, অপরদিকে দলের বিশ্বজয়।


এ প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেন, 'আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম। আমার এখনো মনে আছে যেদিন পাকিস্তান দল বিশ্বকাপ জিতে দেশে ফিরল। লাহোর বিমানবন্দরে আমিও সেদিন দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলাম। ব্যাপারটা আমার জন্য যে কী কষ্টের ছিল বলে বোঝাতে পারব না। পাকিস্তান দলের আমার সতীর্থরাও ব্যাপারটা বুঝতে পেরেছিল। কয়েকজন আমাকে ট্রাকে তুলে নেয়। সেদিন লাহোরে খোলা ট্রাকে করে বিজয় মিছিলে অংশ নিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball