promotional_ad

কে হবেন আইসিসির পরবর্তী চেয়ারম্যান?

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী সপ্তাহেই নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই পদের জন্য মূলত লড়াইটি হবে সৌরভ গাঙ্গুলি এবং কলিন গ্রেভসের মধ্যে। কারণ আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন তাঁরা।  


বৃহস্পতিবার শশাঙ্ক মনোহরের উত্তরসূরি কে হবেন সেটি নির্ধারণ করার জন্য একটি আলোচনা সভার আয়োজন করে আইসিসি। নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির একজন সদস্য সেই সভা শেষে জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।  



promotional_ad

সেই সদস্য বলেন, 'চেয়ারম্যান নির্বাচন নিয়ে ভালো আলোচনা হয়েছে। পরের সপ্তাহেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমরা আশাবাদী। এখনো কিছু বিষয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। আশা করি, সামনের সপ্তাহেই এই বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে।'


এদিকে ইসিবির সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভস এবং বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি চেয়ারম্যান হওয়ার দৌঁড়ে এগিয়ে থাকলেও নির্বাচনের পক্ষে নন তাঁরা। বরং উভয়ই সর্বসম্মতিক্রমে মনোনীত হওয়ার পক্ষে মত দিয়েছেন। 


তবে এক্ষেত্রে সমস্যা হলো এখন পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত হয়নি ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলির। মনোনয়ন পাওয়ার ব্যাপারটি সুপ্রিমকোর্টের রায়ের উপরও নির্ভর করছে তাঁর। এর আগে গাঙ্গুলি এবং সচিব জয় শাহ এর কুলিং অফ পিরিয়ড তুলে নেয়ার জন্য বোর্ডের তরফ থেকে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছিল। এখনও এই মর্মে কোনও রায় দেয়নি সুপ্রিমকোর্ট। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball