'অ্যাশেজের মতোই গুরুত্বপূর্ণ ভারত-অস্ট্রেলিয়া সিরিজ'

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নের মতে, টেস্ট ক্রিকেটে ভারত এবং অস্ট্রেলিয়ার দ্বৈরথ বর্তমানে অ্যাশেজের মতোই উত্তাপ ছড়াচ্ছে। ভারতের অপেক্ষায় মুখিয়ে আছেন তিনি।
২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত। ৭১ বছরের ইতিহাসে সেবারই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে ভারত।

সেই সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন লায়ন। তাঁর চোখের সামনেই ট্রফি উঁচিয়ে উল্লাস করে বিরাট কোহলিবাহিনী।
সম্প্রতি লায়ন বলেন, 'অস্ট্রেলিয়ার হয়ে আপনি যখন খেলবেন, তখন আপনি ম্যাচ হেরে যাওয়াটা পছন্দ করবেন না। হ্যাঁ অবশ্যই, শেষবার ভারত আমাদের সঙ্গে দাপট দেখিয়ে জিতে যায়। আমরা এখন তাদের অপেক্ষা করছি।
অ্যাশেজের মতো এটাও এখন গুরুত্বপূর্ণ সিরিজ। তাদের দলটি তারকায় ভরা। আগামি গ্রীষ্মে তারা যখন আসবে, ব্যাপারটা তখন দারুণ হবে।'
চলতি বছরের ডিসেম্বরে আবারও অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতের। করোনায় অনেক বৈশ্বিক অ???েক আসর স্থগিত হলেও সিরিজটি আয়োজনের ব্যাপারে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।