মাশরাফি না থাকলে অভিষেক হতো না মুস্তাফিজের?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আজ থেকে পাঁচ বছর আগে (২০১৫ সালে) ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করে দিয়েছিলেন
১৯ বছরের টগবগে তরুণ পেসার মুস্তাফিজ।৯.২ ওভার বোলিং করে মাত্র ৫০ রান খরচায় ৪ উইকেট শি কার করেন তিনি। পাশাপাশি প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরষ্কার জেতেন এই প্রতিভাবান পেসার। অথচ অধিনায়ক মাশরাফিন বিন মুর্তজা না থাকলে হয়তো সেসময় অভিষেকই হতো না মুস্তাফিজের। কারণ সেসময়কার কোচ চান্দিকা হাথুরুসিংহেকে বলেই বাঁহাতি এই পেসারকে একাদশে নেন মাশরাফি।

এই প্রসঙ্গে সাবেক ওয়ানডে দলপতি বলেন, 'আমি কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেছিলাম মুস্তাফিজের কাটার অনবদ্য এবং এটা প্রভাব ফেলবে প্রতিপক্ষ শিবিরে। এটা ভারতকে বিপদে ফেলবে। সাকিব এবং তামিমও আমাকে বলেছিল মুস্তাফিজকে খেলানো সঠিক সিদ্ধান্ত।'
একই বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মুস্তাফিজ। ৪ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নিয়ে সেই ম্যাচেও নিজেকে প্রমাণ করেন তিনি। সেই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলেন স্পিনার আরাফাত সানিও।
মুস্তাফিজের পারফরম্যান্স দেখার পর সানির প্রতি নির্ভরশীলতা কমে যায় মাশরাফির। মুস্তাফিজকে দলে নেয়ার পেছনে হাথুরুসিংহে নানা যুক্তিও দেখান তিনি। মাশরাফির ভাষ্যমতে, 'আমি হাথুরুসিংহেকে বলেছিলাম যে আরাফাত সানি পাকিস্তানের বিপক্ষে ভালো করেছিল, সে ভারতের বিপক্ষে ৪৫ রানে ২ উইকেট নিয়েছিল। মুস্তাফিজের যদি একটা দিন খারাপ যায় এবং সে ৬০ রান খরচ করে সেক্ষেত্রে সে সানির
চেয়ে ১৫ রান বেশি দিল। এটা কি খুব বেশি পার্থক্য গড়ে দিল?'