promotional_ad

রোহিতের নেতৃত্বগুণের প্রশংসায় জয়াবর্ধনে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের অধিনায়ক হিসেবে এখনও প্রতিষ্ঠিত হতে পারেননি রোহিত শর্মা। তবে যে সময়ই দায়িত্ব পেয়েছেন নিজের প্রতিভা দেখিয়েছেন এই ওপেনার। রোহিতের মধ্যে দারুণ নেতৃত্বগুণ আছে বলেই মনে করেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে।


রোহিতের এই গুণের মধ্যে রয়েছে প্রতিপক্ষ এবং নিজ দলের খেলোয়াড়দের সম্পর্কে প্রচুর তথ্য রাখা। এটাই রোহিতকে অন্য অধিনায়দের চেয়ে আলাদা করে রেখেছে বলে দাবি লঙ্কান এই সাবেক অধিনায়কের।



promotional_ad

আইপিএলের ইতিহাসে রোহিতই সবচেয়ে সফল অধিনায়ক। এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৪টি শিরোপা ঘরে তুলেছেন তিনি। নিজেও ব্যাট হাতে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ধারাবাহিক ভাবে।


রোহিতের অধিনায়কত্ব প্রসঙ্গে জয়াবর্ধনে সনি নেটওয়ার্কের এক অনুষ্ঠানের জন্য বলেন, ‘সে প্রকৃতিগত ভাবেই একজন নেতা, এই বিষয়ে সন্দেহ নেই। তবে একইসঙ্গে বলতে হয় তাঁর শক্তির জায়গা হচ্ছে, সে প্রচুর তথ্য সংগ্রহ করে রাখে। আমাদের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয় এমন নয়। আমরা সাধারণত পরিকল্পনা নিয়ে কথা বলে থাকি। এছাড়াও দলের খারাপ সময়ে আলোচনা করি। কিন্তু রোহিতকে আমি দেখেছি, প্রচুর তথ্য সংগ্রহ করে রাখতে। আর সে এটা উপভোগও করে। আর মাঠে সে এই তথ্যগুলো কাজে লাগানোর চেষ্টা করে। যার কারণে ফলাফল তাঁর পক্ষেই আসে বেশি।’


রোহিতকে ভারতের অন্যতম সেরা সম্পদ বলে মনে করেন মাহেলা। ভবিষ্যতে ভারতের হয়ে নিজের ব্যাটিংকে অন্য চূড়ায় নিয়ে যাওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবেও দলের জন্য দারুণ অবদান রাখতে পারবে বলে আশাবাদী মুম্বাইয়ের এই কোচ। রোহিত দলের জন্য টিম অ্যানালিস্টের সঙ্গে প্রচুর সময়ও কাটান, যা পরবর্তীতে তাঁকে অনেক সাহায্য করে, এমনটাই মনে করেন মাহেলা।



তিনি বলেন, ‘অনেকে মনে করে সে হয়ত হুট করে অনেক সিদ্ধান্ত নেয়। আসলে সে তথ্য গুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়ে থাকে। আমরা প্রায় সময় দেখি, সে টিম অ্যানালিস্টের সঙ্গে প্রচুর সময় কাটায়। সে প্রতিপক্ষের খেলোয়াড়দের সম্বন্ধে জানতে চায়। নিজের বিষয়ে এমনকি সতীর্থদের বিষয়ে জানতে চায়। আর আমাদের কাজ তাকে এসব তথ্য সরবরাহ করা। কারণ মাঠে সেই দলকে পরিচালনা করে। আমি মনে করি, সে ভারতের জন্যও দারুণ অধিনায়ক হবে।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball