promotional_ad

পাকিস্তানকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন শোয়েব মালিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন শোয়েব মালিক। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার বিশ্বাস করেন, শিরোপা জয়ের সামর্থ্য আছে পাকিস্তানের। পাকিস্তানের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। 


সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ সালে পাকিস্তানের অধিনায়ক ছিলেন মালিক। তাঁর অধীনে ফাইনালও খেলেছিল দলটি। এরপরের আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেই দলেরও সদস্য ছিলেন তিনি।


promotional_ad

করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ হবে কি হবে না তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে মালিক বিশ্বাস করেন, এ ধরণের টুর্নামেন্ট জয়ের জন্য যা প্রয়োজন সবই এখন পাকিস্তান দলের মধ্যে আছে। সেই সঙ্গে ক্রিকেটাররা ফিটনেসেও উন্নতি করেছেন, যা এই ফরম্যাটে অনেক গুরুত্বপূর্ণ।


মালিক বলেন, 'আমি বিশ্বাস করি, আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। এই ধরনের টুর্নামেন্ট জিততে খুব ভালো বোলিং আক্রমণ লাগে, যেটা আমাদের আছে। শক্তিশালী বোলিং আক্রমণকে সঙ্গ দেওয়ার মতো ব্যাটিং লাইন-আপও আমাদের আছে। 


'পাশাপাশি আমাদের ফিল্ডিংয়েও এখন অনেক উন্নতি হয়েছে, বড় মাঠে (অস্ট্রেলিয়াতে) যেটা গুরুত্বপূর্ণ। আমাদের ফিটনেসে উন্নতি হয়েছে, আগের চেয়ে এখন অনেক ভালো। টুর্নামেন্ট যদি হয়, আমি মনে করি, শিরোপার দাবিদারদের মধ্যে আমরাও খুব ভালোভাবে থাকব।' আরও যোগ করেন তিনি।


১৯৯৯ সালে আন্তর্জাতিক অভিষেক হয় মালিকের। ২১ বছর ধরে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। যদিও তাঁর অবসর নিয়ে কথা হয়েছে অনেকবার। কিন্তু মালিক বিশ্বাস করেন, তিনি এখনও আগের মতই ফিট আছেন। 


মালিক জানিয়েছেন, সহসাই ক্রিকেট ছাড়ার ইচ্ছে তার নেই। তিনি বলেন, 'এই মুহূর্তে আমি যে কোনো সময়ের মতোই ফিট। এখনও আমি ক্রিকেট খেলতে দারুণ ক্ষুধার্ত এবং অবসরের আগে আরও কিছু অর্জন করতে চাই। খেলোয়াড়ী জীবন শেষ হলে, মিডিয়ায় কাজ করতে চাই। হয়তো নিজের কোনো শো থাকবে এবং ধারাভাষ্যে ও স্টুডিওতেও কাজ করতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball