পাকিস্তানকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন শোয়েব মালিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন শোয়েব মালিক। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার বিশ্বাস করেন, শিরোপা জয়ের সামর্থ্য আছে পাকিস্তানের। পাকিস্তানের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।
সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ সালে পাকিস্তানের অধিনায়ক ছিলেন মালিক। তাঁর অধীনে ফাইনালও খেলেছিল দলটি। এরপরের আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেই দলেরও সদস্য ছিলেন তিনি।

করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ হবে কি হবে না তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে মালিক বিশ্বাস করেন, এ ধরণের টুর্নামেন্ট জয়ের জন্য যা প্রয়োজন সবই এখন পাকিস্তান দলের মধ্যে আছে। সেই সঙ্গে ক্রিকেটাররা ফিটনেসেও উন্নতি করেছেন, যা এই ফরম্যাটে অনেক গুরুত্বপূর্ণ।
মালিক বলেন, 'আমি বিশ্বাস করি, আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। এই ধরনের টুর্নামেন্ট জিততে খুব ভালো বোলিং আক্রমণ লাগে, যেটা আমাদের আছে। শক্তিশালী বোলিং আক্রমণকে সঙ্গ দেওয়ার মতো ব্যাটিং লাইন-আপও আমাদের আছে।
'পাশাপাশি আমাদের ফিল্ডিংয়েও এখন অনেক উন্নতি হয়েছে, বড় মাঠে (অস্ট্রেলিয়াতে) যেটা গুরুত্বপূর্ণ। আমাদের ফিটনেসে উন্নতি হয়েছে, আগের চেয়ে এখন অনেক ভালো। টুর্নামেন্ট যদি হয়, আমি মনে করি, শিরোপার দাবিদারদের মধ্যে আমরাও খুব ভালোভাবে থাকব।' আরও যোগ করেন তিনি।
১৯৯৯ সালে আন্তর্জাতিক অভিষেক হয় মালিকের। ২১ বছর ধরে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। যদিও তাঁর অবসর নিয়ে কথা হয়েছে অনেকবার। কিন্তু মালিক বিশ্বাস করেন, তিনি এখনও আগের মতই ফিট আছেন।
মালিক জানিয়েছেন, সহসাই ক্রিকেট ছাড়ার ইচ্ছে তার নেই। তিনি বলেন, 'এই মুহূর্তে আমি যে কোনো সময়ের মতোই ফিট। এখনও আমি ক্রিকেট খেলতে দারুণ ক্ষুধার্ত এবং অবসরের আগে আরও কিছু অর্জন করতে চাই। খেলোয়াড়ী জীবন শেষ হলে, মিডিয়ায় কাজ করতে চাই। হয়তো নিজের কোনো শো থাকবে এবং ধারাভাষ্যে ও স্টুডিওতেও কাজ করতে চাই।'