আমাকে বাচ্চা ভাবলে ইংল্যান্ডেরই ক্ষতি: নাসিম

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বয়স মোটে ১৭ বছর ১২৪ দিন। কিন্তু এই বয়সেই গতির ঝড় তুলে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন পাকিস্তানের ডানহাতি পেসার নাসিম শাহ। গত বছর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় নাসিমের।
অভিষেক টেস্টেই ৯০ মাইল গতিতে বল করে নিজের আগমনী বার্তা জানান দেন তিনি। এবার আসন্ন ইংল্যান্ড সফরেও গতি দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে মুখিয়ে আছেন পাঞ্জাবের এই পেসার। সফরটি চূড়ান্ত না হলেও ইংলিশদের আগাম হুমকি দিয়ে রেখেছেন তিনি।

তরুণ নাসিম ইংলিশ ব্যাটসম্যানদের তাঁর বয়স নিয়ে নয়, বরং বোলিং নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন। নাসিম বলেন,'তারা (ইংল্যান্ড) যদি আমাকে ছোট বাচ্চার মতো দেখে, তাহলে এটা হবে তাদের জন্য অনেক বড় ক্ষতি। বয়স দিয়ে কিছু যায় আসে না, এখানে মূল বিষয় হলো আমার বোলিং। তাদের আমাকে গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন।'
গতির পাশাপাশি রিভার্স সুইং দিয়ে ব্যাটসম্যানদের চাপে ফেলতে চান নাসিম। তাঁর ভাষ্যমতে, 'গতি গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ গতিতে বোলিং করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আর ওই গতির সঙ্গে যদি বলে সুইং ও রিভার্স করাতে পারি, এটা নিশ্চিতভাবে ব্যাটসম্যানদের চাপে ফেলবে।'
শ্রীলঙ্কার বিপক্ষে নিজের তৃতীয় টেস্টেই সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন নাসিম শাহ। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে আরেকটি অনবদ্য রেকর্ড গড়েন তিনি। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে সেই ম্যাচে হ্যাট্রিক করেন এই তরুণ।
আগামী অগাস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে তিনটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরটি এখনও চূড়ান্ত করা হয়নি। যদিও সফরটির জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।