promotional_ad

এক ম্যাচে তিন দল!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে সবধরণের ক্রিকেট খেলা। তবে সম্প্রতি স্থবির এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেয়ার মাধ্যমে আবারো মাঠে ক্রিকেট ফেরানোর অপেক্ষায় রয়েছে তারা।


এবার ইসিবির দেখাদেখি একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আগামী ২৭ জুন ক্রিকেট ফিরছে দেশটিতে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক মাঠে তিন দলীয় ফরম্যাটের আদলে একটি চ্যারিটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে তারা। অর্থাৎ এই ম্যাচে তিনটি দল প্রতিদ্বন্দ্বীতা করবে একে অপরের বিরুদ্ধে।


এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানা গেছে। তিন দলীয় ফরম্যাটের এই পরীক্ষামূলক ম্যাচটির নাম দেয়া হয়েছে 'সলিডারিটি কাপ।' করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় দর্শকশূন্য মাঠেই খেলা হবে এই ম্যাচ। 



promotional_ad

অনলাইনে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মলনে এরই মধ্যে দলগুলোর স্কোয়াড ঘোষণা করেছে সিএসএ। যেখানে প্রতিটি দলেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান এবং সাবেক তারকা ক্রিকেটাররা। তিন দলের অধিনায়ক হিসেবে থাকছেন কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক এবং এবি ডি ভিলিয়ার্স। দলগুলোর নাম রাখা হয়েছে যথাক্রমে কেজি'স কিংফিশারস, কুইনি'স কাইটস এবং এবি'স ঈগলস। 


এদিকে এক ম্যাচে তিন দল কি করে অংশগ্রহণ করবে এই ব্যাপারে একটি ধারণাও দিয়েছে সিএসএ। তারা জানিয়েছে ৩৬ ওভারের ম্যাচকে দুই ভাগে ভাগ করে খেলা হবে, যেখানে তিন দলে খেলোয়াড় থাকবে ৮ জন করে। প্রতি দল একে অন্যের বিপক্ষে ১২ ওভার করে ব্যাট করবে। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বল করতে পারবে।


আগের ইনিংসে যে দলের রান বেশি ছিল তারা ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রথমে ব্যাট করবে। অপরদিকে দলের শেষ ব্যাটসম্যান ক্রিজে রয়ে যাবেন। অর্থাৎ, যদি প্রথম ইনিংসে কোনো দলের ৭ উইকেট পড়ে, তাহলে শেষ ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে সেখান থেকেই শুরু করতে পারবেন। রানের সংখ্যার ভিত্তিতে দলগুলোকে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।


তিন দলীয় ফরম্যাটের দলগুলো হলো-



কেজি'স কিংফিশারস: কাগিসো রাবাদা (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, ক্রিস মরিস, তাবরেইজ শামসি, রিজা হেনড্রিকস, জান্নেমান মালান, হেনরিক, ক্লাসেন, গ্লেন্টন স্টারমান।


কুইনি'স কাইটস: কুইন্টন ডি কক (অধিনায়ক), ডেভিড মিলার, টেম্বা বাভুমা, এনরিক নর্টজে, ডোয়াইন প্রিটোরিয়াস, বিউরান হেন্ড্রিক্স, জেজে স্মাটস, লুথো সিপামিয়া।


এবি'স ঈগলস: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেহলোকাইয়ো, র‍্যাসি ভ্যান ডার ডুসান, জুনিয়র দালা, কাইল ভেরেয়ান্নে, সিসান্দা মাগালা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball