রমিজ রাজাকে হাফিজের কড়া জবাব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মোহাম্মদ হাফিজের শেষের শুরু অনেকদিন আগেই দেখে ফেলেছেন রমিজ রাজা। আর সেকারণেই আসন্ন ইংল্যান্ড সফরেরর জন্য পাকিস্তানের ঘোষিত ২৯ সদস্যের স্কোয়াডে হাফিজকে রাখায় বেশ চটেছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।
এমনকি দল নির্বাচন নিয়েও কিছুদিন আগে কোচ কাম নির্বাচক মিসবাহ উল হকের সমালোচনা করেন রমিজ। একই সঙ্গে হাফিজকে অবসর নেয়ারও উপদেশ দেন তিনি। রমিজের বক্তব্যের পর কয়েকদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন হাফিজ।

রমিজ রাজাকে কড়া ভাষায় জবাব দিয়েছেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। অন্তত কারো কথায় ক্রিকেট ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। হাফিজ বলেন, 'আমি কাউকে দেখানোর জন্য ক্রিকেট খেলি না। তাই কারও কথায় ক্রিকেট ছাড়ছি না। এটা আমার জীবন। কখন অবসর নেব তা আমার সিদ্ধান্ত।'
শুধুমাত্র বয়স দিয়ে একজন ক্রিকেটারকে যাচাই করার পক্ষপাতী নন হাফিজ। আর সেই কারণে রমিজ রাজার বক্তব্যে কর্ণপাত করছেন না তিনি। হাফিজের ভাষায়, 'আসল বিষয় কী তা জানি না। তবে শুধু বয়স দেখে একজন ক্রিকেটারকে বিচার করা ঠিক না। রমিজ যা খুশি বলতে পারে। তবে কারও কথায় আমি খেলা চালিয়ে যাব কিংবা অবসর নেব না।'
২০১৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মোহাম্মদ হাফিজ। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এখনও খেলে যাচ্ছেন তিনি। পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে এবং ৯১ টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার।