অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগেই জানা গিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর চাকরী হারাচ্ছেন কেভিন রবার্টস। বরখাস্ত হওয়ার আগেই পদত্যাগ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই কর্মকর্তা।
রবার্টসের বদলি হিসেবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিক হকলিকে। এর আগে ২০১৮ সালের অক্টোবরে জেমস সাদারল্যান্ডের কাছ থেকে সিএ'র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছিলেন রবার্টস।

বোর্ডের সঙ্গে তাঁর চুক্তির ১৮ মাস বাকি থাকলেও বিভিন্ন বিতর্কে মেয়াদ শেষের প্রায় দেড় বছর আগেই তাঁকে চাকরী ছাড়তে হয়েছে। এদিকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পেয়ে হকলি জানিয়েছেন, তিনি বেশ আনন্দিত।
এ প্রসঙ্গে হকলির ভাষ্য, 'আমি জানি এটা অন্তর্বর্তীকালীন, কিন্তু তারপরেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও দায়িত্ব পাওয়াটা অনেক বড় সম্মাননার।'
পদত্যাগ করা রবার্টস বেশ কিছুদিন ধরেই বেশ কিছু সমালোচনায় জড়িয়েছেন। ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের জন্য পার্থকে ভেন্যু না করায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্টেট অ্যাসোসিয়েশনের ক্ষোভের মুখে পড়েন রবার্টস। এ ছাড়া বোর্ডের কর্মচারী-খেলোয়াড়দের বেতন প্রায় পুরোটাই কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সেই সঙ্গে নিজের ৮০ শতাংশ বেতন নিচ্ছিলেন তিনি। এই কারণেই তাঁর উপর ক্ষোভ ছিল বোর্ডের অন্যান্ন সদস্যদের। কদিন আগেই চলমান সঙ্কট নিরসনে ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য কমনওয়েলথ ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ নিয়েছিলেন রবার্টস। এর জন্যও তাঁকে রোষানলে পড়তে হয়েছিল।