স্মিথের চোখে কোহলি 'ফ্রিক'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ধরা হয় বিরাট কোহলি এবং স্টিভেন স্মিথকে। পারফরম্যান্সের বিচারে দুজনের মধ্যেই সারাবছর চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। যদিও তাদের কথায় সেই প্রতিদ্বন্দ্বিতার কোনো আভাষ মেলে না।
সুযোগ হলে দুজনেই দুজনকে প্রশংসায় ভাসান। সৌজন্যতার অনবদ্য নজির স্থাপন করে বরাবরই একে অপরের পারফরম্যান্স মূল্যায়ন করেন। এরই ধারাবাহিকতায় এবার কোহলির প্রশংসা করেছেন স্মিথ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক আড্ডায় স্মিথ নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন কোহলিকে নিয়ে। এক ভক্তের প্রশ্নের জবাবেই কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
জনৈক ভক্ত ব্যাটিং সামর্থ্য বিচারে ভারতীয় অধিনায়ককে এক শব্দে বর্ণনা করতে বললে স্মিথ বলেন, ‘ফ্রিক!’ অর্থাৎ কোহলি অদ্ভুত দক্ষতাসম্পন্ন। শুধু কোহলিকে নিয়ে মন্তব্য করেই পার পাননি ভারতের এই অধিনায়ক।
ভারতের আরও কয়েকজন ক্রিকেটারের সম্পর্কে নিজের ভাবনা জানাতে হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের দৃষ্টিতে মহেন্দ্র সিং ধোনি ‘কিংবদন্তি! মিস্টার কুল।’ স্মিথের চোখে রবিন্দ্র জাদেজা সময়ের সেরা ফিল্ডার।