গ্রেগ চ্যাপেলের কারণেই বাংলাদেশের কাছে হারে ভারত

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের তারকা স্পিনার হরভজন সিংয়ের মতে দলের মধ্যে বিভাজন থাকায় ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজিত হয় তাঁর দল। আর এই বিভাজন সৃষ্টির জন্য সেসময়কার কোচ গ্রেগ চ্যাপেলকে দায়ী করেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজে মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারত। এর জন্য অনেকেই হাত দেখেছেন অস্ট্রেলিয়ান কোচ চ্যাপেলের। এই তালিকায় রয়েছেন হরভজনও।

সম্প্রতি ইউটিউবে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার সঙ্গে আলাপকালে ২০০৭ বিশ্বকাপ থেকে বিদায় প্রসঙ্গে মুখ খুলেছেন হরভজন। দলের মধ্যে বিভেদ সৃষ্টির কারণেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো ছোট দলের বিরুদ্ধে পরাজয় বরণ করতে হয়েছে বলে দাবি করেন তিনি।
হরভজন বলেন, ‘২০০৭ বিশ্বকাপে আমারা খারাপ দল ছিলাম না। নিজেদের মেলে ধরতে পারিনি। মানসিকভাবে খুবই বাজে অবস্থায় ছিল পুরো দল। কেউ কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। দলের মধ্যে এমন বিভাজন সৃষ্টির জন্য দায়ী ছিলেন গ্রেগ চ্যাপেল। এমন অস্থিরতায় মধ্যে থাকা একটা দল স্বাভাবিকভাবেই ভালো করবে না। আমরা শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হেরে গিয়েছিলাম। অথচ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মোটেই বড় দল ছিল না।’
২০০৭ বিশ্বকাপকে নিজের ক্যারিয়ারের সবচাইতে খারাপ সময় হিসেবেও আখ্যা দিয়েছেন ৩৯ বছর বয়সী হরভজন। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘২০০৭ বিশ্বকাপ আমার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়। আমরা তখন কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে চলছিলাম। গ্রেগ চ্যাপেলের মতো একজন ভুল লোক তখন জাতীয় দলের দায়িত্বে। তিনি ঠিক কি করতে চাইতেন তা নিয়ে দলের সবার মধ্যে একটা অস্বস্তি কাজ করত। দেশকে প্রতিনিধিত্ব করার জন্য সময়টা সঠিক ছিল না।’