বিশ্বকাপ দেরি তো অবসরও দেরি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। দেশের হয়ে জয়ীর বেশেই শেষবারের মতো মাঠ থেকে বিদায় নিতে চান তিনি।
চলতি বছরের অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে বৈশ্বিক এই টুর্নামেন্টটি। তবে আশাহত হচ্ছেন না হাফিজ। বরং দেরিতে হলেও বিশ্বকাপ খেলেই অবসর নেয়ার ইচ্ছা তাঁর। সেক্ষেত্রে অবসরের ঘোষণাও দেরিতে দিতে রাজি তিনি।

হাফিজ বলেছেন, 'আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবস?? নিতে চাই বড় একটি টুর্নামেন্ট খেলে। যেখানে আমি ভালো পারফর্ম করতে পারবো এবং জয় দিয়ে বিদায় নিতে পারবো। এটাই আমার পরিকল্পনা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ নভেম্বর কিংবা এর বেশি সময় পর্যন্ত স্থগিত হওয়া মানে এই না যে আমি খেলবো না।'
বেশ কিছুদিন থেকেই হাফিজের অবসর নিয়ে গুঞ্জন চলে আসছে। অনেক সাবেক ক্রিকেটারও তাঁর শেষের শুরু দেখে ফেলেছেন এরই মধ্যে। তবে হাফিজ এসব নিয়ে ভাবছেন না। বরং নিজের লক্ষ্য পূরণ করে তবেই বিদায় নেবেন বলে জানিয়েছেন।
হাফিজের ভাষ্যমতে, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি অবসরে যাবো এটি নিয়ে অনেক কথা হয়েছে। যেমনটা হয়েছে আমি টেস্ট ক্রিকেটকে বিদায় বলার পর। আমি আমার নিজস্ব পদ্ধতিতে অবসর নেব। এটি আমার নিজের লক্ষ্য এবং পাকিস্তান ক্রিকেটের আগ্রহের উপর অনেকাংশে নির্ভর করে।'
৩৯ বছর বয়সী অভিজ্ঞ এই অলরাউন্ডার আরও যোগ করেন, 'আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চাই, কারণ আমি কখনো আমার স্কিল এবং শারীরিক প্রস্তুতির সঙ্গে আপোস করিনি। পাকিস্তানের জন্য ক্রিকেট খেলার ব্যাপারে আমি কখনো নিজের ভেতরে কোনও প্রকার ঘাটতি দেখি না। যদি টুর্নামেন্টটি দেরি হয়, আমি আমার ফিটনেস ধরে রাখার চেষ্টা করবো যেন আমি এখানে খেলতে পারি।'
২০১৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মোহাম্মদ হাফিজ। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এখনও খেলে যাচ্ছেন তিনি। পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে এবং ৯১ টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার।